এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৩, ০৯:০৩ পিএম
রাবিতে মঙ্গলবার থেকে ক্লাস পরীক্ষা শুরু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রদীপ কুমার পাণ্ডে সোমবার (১৩ মার্চ) বলেন, মঙ্গলবার (১৪ মার্চ) থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা শুরু হবে। আর শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হবে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে দুইদিন ক্যাম্পাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলো ক্লাস ও পরীক্ষা চালু থাকবে। তবে কোনো বিভাগের শিক্ষার্থী আহত থাকলে বিভাগ চাইলে ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখতে পারে। যা সম্পূর্ণ বিভাগের বিষয়।
উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাদের শিক্ষার্থীদের ওপর কতিপয় স্থানীয় লোকজন যেভাবে চড়াও হয়েছিল আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ বৃহৎ আকার ধারণ করলে আমরা ১২-১৩ মার্চ দুদিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছিলাম। আমাদের শিক্ষার্থীরা শান্তিপ্রিয়। তারা আমাদের কাছে কিছু দাবি জানিয়েছে। আমরা সে দাবিগুলো মেনে নিয়েছি। তারাও ঘরে ফিরে গেছে। এখন ক্যাম্পাস শান্ত রয়েছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল থেকে আবারও যথারীতি বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা চলবে।’
তিনি আরও বলেন, ‘আমরা এরইমধ্যে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছি। এ কমিটি সব বিষয়ে খুঁটিয়ে দেখবে এবং আমাদের কাছে প্রতিবেদন দেবে। আমরা অজ্ঞাতপরিচয় ৫০০ জনের নামে মামলাও করেছি।’
গত শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় বাসের ভাড়া নিয়ে রাবির এক শিক্ষার্থীর সঙ্গে কথা-কাটাকাটির জের ধরে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই শতাধিক শিক্ষার্থী আহত হন। এদের মধ্যে শতাধিক শিক্ষার্থী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি আছেন।
এনবিএস/ওডে/সি