ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

বন্দুক নিয়ে খেলতে খেলতে ট্রিগারে চাপ ৩ বছরের মেয়ের, গুলিতে মৃত্যু দিদির


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৩ মার্চ, ২০২৩, ১১:০৩ পিএম

বন্দুক নিয়ে খেলতে খেলতে ট্রিগারে চাপ ৩ বছরের মেয়ের, গুলিতে মৃত্যু দিদির

বন্দুক নিয়ে খেলতে খেলতে ট্রিগারে চাপ ৩ বছরের মেয়ের, গুলিতে মৃত্যু দিদির
                                            
                                            
 বাবা মায়ের বন্দুক নিয়ে বসে একা একাই খেলছিল তিন বছরের ছোট্ট মেয়ে। কিন্তু অতর্কিতে ট্রিগারে চাপ দিয়ে ফেলে সে। তাতেই গুলি ছিটকে বেরিয়ে লাগে তার চার বছর বয়সি দিদির শরীরে (Accidentally Shoots Sister)। ঘটনায় মৃত্যু হয়েছে শিশুটির।

মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের (Texas) হ্যারিস কাউন্টি এলাকায় রবিবার রাতে। পুলিশ সূত্রে জানা গেছে, ব্যামেল নর্থ হাউস্টন রোডের বাড়িটিতে ঘটনার সময় পাঁচজন উপস্থিত ছিলেন। তাঁরা সকলেই পরিবারের লোকজন এবং বন্ধুবান্ধব। শিশুদুটি তাদের বাবা মার সঙ্গে ওই বাড়িটিতেই থাকত। 

ঘটনার সময় বাবা মার বন্দুকটি নিয়ে খেলছিল তিন বছরের শিশুটি। পাশেই বসেছিল তার দিদি । খেলতে খেলতে না বুঝেই ট্রিগারে চাপ দিয়ে ফেলে সে। সঙ্গে সঙ্গে গুলি বেরিয়ে লাগে শিশুটির দিদির শরীরে।গুলির আওয়াজ পেয়েই ছুটে আসেন বাড়ির অন্যান্যরা। তাঁরা শিশুটির হাত থেকে বন্দুকটি নিয়ে নিরাপদ জায়গায় রেখে ৯১১ ডায়াল করে থানায় খবর দেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে মৃত্যু হয় চার বছরের শিশুটির। তাঁদের অনুমান, দুর্ঘটনা বশতেই গুলি চলার ফলে মৃত্যু হয়েছে ৪ বছর বয়সি শিশুটির। ঘটনায় এখনও পর্যন্ত কোনও মামলা দায়ের করা হয়েছে কিনা তা স্পষ্ট নয়।


খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২৩/একে