ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

সিলিকন ভ্যালির পর সিগনেচার, দেউলিয়া হয়ে বন্ধ হল আমেরিকার আরও এক জনপ্রিয় ব্যাঙ্ক


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৩ মার্চ, ২০২৩, ১১:০৩ পিএম

সিলিকন ভ্যালির পর সিগনেচার, দেউলিয়া হয়ে বন্ধ হল আমেরিকার আরও এক জনপ্রিয় ব্যাঙ্ক

সিলিকন ভ্যালির পর সিগনেচার, দেউলিয়া হয়ে বন্ধ হল আমেরিকার আরও এক জনপ্রিয় ব্যাঙ্ক
                                            
 সিলিকন ভ্যালির পরে এবার সিগনেচার ব্যাঙ্ক (Signature Bank)। দেউলিয়া হয়ে ঝাঁপ বন্ধ হল আমেরিকার (America) এই জনপ্রিয় ব্যাঙ্কের। সিলিকন ভ্যালির মতোই এই ব্যাঙ্কেরও যাবতীয় নথিপত্র অধিগ্রহণ করেছে সরকার। বহু মানুষ এই ব্যাঙ্কে (Signature Bank) তাদের সঞ্চিত অর্থ রেখেছিলেন। কিন্তু সিলিকনের মতো এই ব্যাঙ্কেরও অগ্রগতি থমকে গেছে বলে খবর।

নিউ ইয়র্কের সিগনেচার ব্যাঙ্ক গ্রাহকদের মধ্যে বেশ জনপ্রিয় ছিল। সিগনেচারও দেউলিয়া ঘোষণা হওয়ার পর মাথায় হাত পড়েছে গ্রাহকদের । তবে  প্রশাসন গ্রাহকদের আশ্বস্ত করে জানিয়েছে, আর কিছুদিনের মধ্যেই গ্রাহকদের জমানো অর্থ ফিরিয়ে দেওয়া হবে। দেশের ব্যাঙ্কিং ব্যবস্থাকে সচল রাখতে অন্যান্য প্রতিষ্ঠানগুলিকেও এগিয়ে আসার ডাক দিয়েছে প্রশাসন। 

সূত্রের খবর, ব্যাঙ্কগুলির গ্রাহকদের চাহিদা মেটাতে বাড়তি অর্থের জোগান দেওয়ার কথা ঘোষণা করেছে আমেরিকার ফেডেরাল রিজার্ভ। তারা জানিয়েছে, মার্কিন মুলুকের অর্থনীতি বাঁচানোর জন্য সবরকম প্রয়োজনীয় পদক্ষেপ করবে তারা। আমেরিকার ব্যাঙ্কিং ব্যবস্থা যে দুরাবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে তাতে গ্রাহকদের আস্থাই চলে গেছে। গ্রাহকদের বিশ্বাস ফিরিয়ে আনার জন্য সচেষ্ট হবে ফেডেরাল রিজার্ভ।

সিলিকন ভ্যালির ঝাঁপ বন্ধ হওয়ার কারণে এমনিতেই বিপুল আর্থিক মন্দার আশঙ্কা করা হচ্ছে। বিশ্বজুড়েই স্টার্ট আপ তথ্য প্রযুক্তি সংস্থাগুলো বিপদে পড়বে বলেই মনে করা হচ্ছে। সূত্রের খবর, প্রযুক্তি ভিত্তিক স্টার্টআপগুলিতে বিনিয়োগের মাধ্যমে অল্প সময়ে বিপুল অর্থ সঞ্চয় করেছিল সিলিকন ভ্যালি ব্যাঙ্ক। কিন্তু মুদ্রাস্ফীতির হার কমাতে ফেডারেল রিজার্ভ গত বছর সুদের হার বাড়াতে শুরু করে, যার ফলে বন্ডের দর কমে যায়।  ব্যাঙ্ক থেকে গ্রাহকেরা সঞ্চিত অর্থ তুলে নেন। গ্রাহকদের টাকার জোগান দিতে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে নিজেদের শেয়ার বিক্রি করতে হয়। ফলে অচিরেই ব্যাঙ্কের ভাঁড়ারে টান পড়ে। সর্বস্ব খুইয়ে দেউলিয়া হয়ে যায় ব্যাঙ্ক। গত শুক্রবারই ঝাঁপ বন্ধ হয় সিলিকন ভ্যালির। এবার সেই একই পথে হাঁটল সিগনেচার ব্যাঙ্কও।

খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২৩/একে