এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১১ মে, ২০২২, ০২:০৫ পিএম
জাতীয় ক্রীড়া পুরস্কার পেলেন ৮৫ খেলোয়াড়
বুধবার রাজধানীর ওসমানী মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
২০১২ সালের পর এবারই প্রথমবারের মত দেওয়া হচ্ছে জাতীয় ক্রিয়া পুরষ্কার । এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, সামনে থেকে প্রতি বছরই পুরষ্কার দেওয়ার ব্যবস্থা করা হবে। গত আট বছরে জাতীয় ক্রিয়া পুরষ্কার জিতেছেন, ২০১৩ সালে ১১ জন, ২০১৪ সালে ১০ জন, ২০১৫ সালে ১১ জন, ২০১৬ সালে ১৩ জন, ২০১৭ সালে ১১ জন, ২০১৮ সালে ১০ জন, ২০১৯ সালে ১১ জন এবং ২০২০ সালে ৮ জন।
অনুষ্ঠানের বিজয়ীদের প্রত্যেকে একটি আঠারো ক্যারেট মানের ২৫ গ্রাম ওজনের স্বর্ণপদক, এক লক্ষ টাকার একটি চেক এবং একটি সম্মাননাপত্র দেওয়া হয়।