ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

দুবাই যাওয়ার আগে যা বললেন হিরো আলম


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৪ মার্চ, ২০২৩, ০১:০৩ পিএম

দুবাই যাওয়ার আগে যা বললেন হিরো আলম

 দুবাই যাওয়ার আগে যা বললেন হিরো আলম

বিভিন্ন সময় দেশের ভেতরে পাড়া-মহল্লার দোকান উদ্ভোধনসহ টুকিটাকি নানান অনুষ্ঠানে দেখা যায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে। এতদিন দেশের মধ্যে অতিথি হিসেবে দেখা গেলেও এবার অতিথি হতে দুবাই গেলেন তিনি।

কয়েকদিন আগে এ ব্যাপারে এক ভিডিও বার্তায় তিনি জানান, একটি জুয়েলারি দোকানের উদ্বোধন করার জন্য দুবাই যাবেন তিনি। ১৫ মার্চ দোকানের উদ্বোধন করা হবে।

সেই উদ্বোধনর অনুষ্ঠানে অংশ নিতে ইতোমধ্যে ঢাকা ছেড়েছেন হিরো আলম। সোমবার (১৩ মার্চ) দিবাগত রাত ১টায় ঢাকা ছাড়েন তিনি। এ সময় বিমানের ভেতর থেকে নিজের দুটি ছবি ফেসবুক ভেরিফায়েড পেজে পোস্ট করেন এই ইউটিউবার। পোস্টে হিরো আলম বলেন, ‘শুভ রাত্রি। আল্লাহর অশেষ রহমতে এখন আছি ইয়ারে, রওনা হলাম দুবাইয়ের উদ্দেশে। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল।’

অনলাইনে কনটেন্ট বানানোর পাশাপাশি এখন নানা কারণেই আলোচিত হিরো আমল। সম্প্রতি বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনও করেছেন তিনি

এনবিএস/ওডে/সি