এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১১ মে, ২০২২, ০২:০৫ পিএম
হাসপাতালে ভর্তি ইংল্যান্ডের বহিষ্কৃত কোচ থর্প
প্রোফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন পিসিএ জানিয়েছে, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও চলতি বছরের জানুয়ারি মাসে অ্যাশেজ হারের পর ব্যাটিং কোচের পদ থেকে বহিষ্কৃত হওয়া গ্রাথাম থর্প।
থর্পের পরিবারের বরাত দিয়ে প্রকাশ একটি বিবৃতিতে পিসিএ আরো জানায়, সম্প্রতি গুরুতর অসুস্থ হওয়ায় থর্পকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরিক পরিস্থিতির কোন উন্নয়নও লক্ষ্য করা যায়নি।
কাউন্টি ক্লাব সারেতে নিজের প্রথম শ্রেণী ক্রিকেট ক্যারিয়ারের পুরো ১৭ বছর কাটিয়েছেন থর্প। ক্লাবটির ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে স্বীকৃত থর্পের ও তার পরিবারের বর্তমান অবস্থা নিয়ে চিন্তিত সারে ক্লাবটির সাথে সংশ্লীষ্ট সকলে।
১২ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতিহাসে ইংল্যান্ডের জার্সিতে ১০০টি টেস্টের পাশাপাশি ৮২টি ওয়ানডেও খেলেছেন থর্প।