এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১১ মে, ২০২২, ০৩:০৫ পিএম
ট্রাম্পের টুইটারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন এলন মাস্ক
ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এলন মাস্ক বলেন, টুইটার কেনার সকল কাজ ভালোভাবে সম্পন্ন হয়ে গেলে ট্রাম্পের টুইটারের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। এই কাজটি সম্পন্ন হতে দুই থেকে তিন মাস সময় লেগে যাবে।
এলন মাস্ক আরো বলেন, ২০২১ সালের ৬ জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে টুইটারে নিষিদ্ধ করা নৈতিকভাবে ভুল ও নির্বোধপূর্ণ সিদ্ধান্ত ছিলো। কাউকে টুইটারে স্থায়ীভাবে নিষেধাজ্ঞা দেওয়ার ঘটনা বিরল।
টেসলা ও স্পেস এক্সের প্রতিষ্ঠাতা এলন মাস্ক গত মাসে প্রায় ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনতে সম্মত হয়েছেন।
টুইটারের সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক সিইও জ্যাক ডরসি মঙ্গলবার মাস্কের মন্তব্যের পরে টুইটারে বলেন, টুইটার ব্যবহারকারীদের উপর স্থায়ী নিষেধাজ্ঞা থাকা উচিত নয়। তবে কিছু ব্যতিক্রমও আছে।
২০২১ সালের ৬ জানুয়ারী ক্যাপিটল দাঙ্গার পরে টুইটারে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয় ট্রাম্পেকে। টুইটারের পক্ষ থেকে বলা হয় ক্যাপিটলের সহিংসতায় উস্কানি দিয়ে টুইটারের নীতি ভঙ্গ করার কারণেই তাকে টুইটারে নিষিদ্ধ করা হয়েছে। সেই সময়ে কোম্পানিটির পরিচালক ছিলেন জ্যাক ডরসি।
ট্রাম্প আগেই জানিয়েছেন, টুইটার থেকে তার অ্যাকাউন্টের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও তিনি আর টুইটারে ফিরে আসবেন না।