ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

ভারতে সরকারপক্ষ ও বিরোধীদের পাল্টাপাল্টি অভিযোগে উত্তাল সংসদ, অধিবেশন মুলতুবি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৪ মার্চ, ২০২৩, ০৪:০৩ পিএম

ভারতে সরকারপক্ষ ও বিরোধীদের পাল্টাপাল্টি অভিযোগে উত্তাল সংসদ, অধিবেশন মুলতুবি

ভারতে সরকারপক্ষ ও বিরোধীদের পাল্টাপাল্টি অভিযোগে উত্তাল সংসদ, অধিবেশন মুলতুবি

ভারতে সরকারপক্ষ ও বিরোধীদের পাল্টাপাল্টি অভিযোগে আজ সংসদের উভয়কক্ষে তুমুল হট্টগোল হয়েছে। এরফলে অধিবেশনের কাজকর্ম আগামীকাল (মঙ্গলবার) সকাল ১১টা পর্যন্ত মুলতুবি ঘোষণা করা হয়েছে।

আজ (সোমবার) সংসদের কার্যক্রম শুরু হওয়ার পর বিরোধী দল ও ক্ষমতাসীন দলের সংসদ সদস্যদের হট্টগোলের কারণে সংসদ কার্যত উত্তাল হয়ে উঠলে প্রথমে দুপুর ২টা পর্যন্ত এবং পরে সারাদিনের জন্য অধিবেশনের কাজকর্ম মুলতবি করা হয়। আজ সংসদের নিম্নকক্ষ লোকসভা ও উচ্চকক্ষ রাজ্যসভায় বিরোধী দলের এমপিদের পাশাপাশি ক্ষমতাসীন দলের এমপিরাও স্লোগান দিতে থাকেন। কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপির বিরুদ্ধে শাসকসল বিজেপি’র এমপিরা 'রাহুল গান্ধী ক্ষমা চান' স্লোগান দেন। 

আজ লোকসভায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, এই হাউসের সদস্য রাহুল গান্ধী লন্ডনে ভারতকে অপমান করেছেন। আমি দাবি করছি যে তার বক্তব্যকে এই হাউসের সকল সদস্যের নিন্দা করা উচিত এবং তাকে হাউসের সামনে ক্ষমা চাইতে বলা উচিত। এ সময়ে কংগ্রেসসহ বিরোধীরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে শ্লোগান দেন। ওই ইস্যুতে উভয়পক্ষের তুমুল হট্টগোলের জেরে প্রথমে বেলা ২ টা পর্যন্ত এবং পরবর্তীতে আগামীকাল বেলা ১১ টা পর্যন্ত অধিবেশন মুলতুবি ঘোষণা করা হয়। 

আজ রাজ্যসভার বিরোধী এমপিরা কেন্দ্রীয় সরকারে কাজকর্মের প্রতিবাদে দিল্লির  বিজয় চক পর্যন্ত মিছিল করেন। এ সময়ে তারা ‘দেশ বিক্রি বন্ধ করো’, ‘ভারতীয় জীবন বীমা নিগম (এলআইসি) লুট বন্ধ করো’, ‘স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া’ (এসবিআই) লুট বন্ধ করো’, ‘ব্যাঙ্ক লুট বন্ধ করো’ ইত্যাদি শ্লোগান দেন।

কগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ব্রিটেনে দেশকে অপমান করার অভিযোগ তুলে  বিজেপি এমপিরা অবিলম্বে তাকে ক্ষমা চাইতে হবে বলে দাবি জানান। লোকসভায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ রাহুলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বলেন, দেশের  একজন এমপি হয়েও লন্ডনে দাঁড়িয়ে রাহুল ভারতকে অপমান করেছেন। আমরা তার এই কাজকে নিন্দা জানাই। রাহুলের উচিত দেশবাসীর সামনে ক্ষমা চাওয়া। অন্যদিকে, রাজ্যসভায় রাহুল গান্ধীর বক্তব্যকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল। 

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বিজেপিকে পাল্টা জবাবে বলেন, ‘যারা গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে, তারাই আবার গণতন্ত্র বাঁচানোর কথা বলছে।’ 

সম্প্রতি ব্রিটিশ এমপি বীরেন্দ্র শর্মার আমন্ত্রণে হাউস অব কমন্সের ব্রিটিশ এমপিদের একাংশের সঙ্গে কথা বলেন রাহুল। এসময়ে কথা বলতে গিয়ে রাহুল দেখেন মাইক খারাপ। তিনি বলেন,  ‘ভারতীয় সংসদে কিন্তু মাইক খারাপ হয়নি। বন্ধ করে  দেওয়া হয়েছে।  কণ্ঠরোধ করা হয়েছে বিতর্কের। নোট বাতিল, জিএসটি (পণ্য ও পরিসেবা কর), চীনা আগ্রাসনের মতো বিষয় নিয়ে রাহুলের বক্তব্য, ‘আমার সংসদের বিতর্কের কথা মনে আছে। কিন্তু এখন আমরা সংসদের বদলে অন্য মঞ্চে বিতর্কের জন্য প্রশ্ন তৈরি করি। পরিস্থিতি বদলাচ্ছে। সংসদের বাইরে দাঁড়ানোর জন্যও আমাদের গ্রেফতার করা হয়েছে। কিন্তু আমাদের লড়াই চলবে।’  রাহুলের এ ধরণের মন্তব্য প্রকাশ্যে আসার পরেই তার বিরুদ্ধে ‘বিদেশের মাটিতে দেশকে অপমান’ করার অভিযোগে সোচ্চার হয়েছে বিজেপি নেতা-মন্ত্রীরা।

বিজেপি শিবিরের তোলা অভিযোগের পাল্টা জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কিছু পুরনো বক্তব্য মনে করিয়ে দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এমপি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, ‘আমি চীন সফরে আপনার করা মন্তব্য মনে করিয়ে দিতে চাই। আপনি বলেছিলেন, আগে আপনি ভারতীয় হয়ে জন্মগ্রহণ করতে লজ্জা বোধ করতেন। এখন আপনি দেশের প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত বোধ করছেন। সেই মন্তব্য ভারত এবং ভারতীয়দের অপমান ছিল না? আপনার মন্ত্রীদের স্মৃতিশক্তি একটু জোরাল করতে বলুন।’ 

তিনি আরও বলেন, ‘দক্ষিণ কোরিয়ায় গিয়ে আপনি বলেছিলেন, একটা সময় ছিল যখন মানুষ মনে করতেন যে তারা তাদের পূর্বজন্মে কী পাপ করেছিলেন, যার পরিণামে ভারতে জন্ম নিতে হয়েছিল। সত্যের আয়নায় মুখ দেখুন।’ 

প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার এক বছর পরে, ২০১৫ সালের মে মাসে চীন এবং দক্ষিণ কোরিয়া সফরে গিয়েছিলেন মোদী। চীনে তিনি বলেন,  ‘এক বছর আগেও  ভারতীয় হিসেবে পরিচয় দিতে লজ্জা হতো।’  সে সময় কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্সসহ একাধিক বিরোধী দল প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনার দাবি তুললেও তাতে কান দেননি বিজেপি নেতারা।
খবর পার্সটুডে/ এনবিএস /২০২৩একে