ঢাকা, সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ | ৮ পৌষ ১৪৩১
Logo
logo

মাইগ্রেশনের দাবিতে নাইটিংগেল মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আমরন অনশন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৪ মার্চ, ২০২৩, ০৭:০৩ পিএম

মাইগ্রেশনের দাবিতে নাইটিংগেল মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আমরন অনশন

 মাইগ্রেশনের দাবিতে নাইটিংগেল মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আমরন অনশন


 রাজধানীর উত্তরায় ঢাকার আশুলিয়ায় অবস্থিত নাইটিংগেল মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন জামান চৌধুরী বাস ভবনের সামনে শিক্ষার্থীরা মাইগ্রেশনের দাবিতে আমরন অনশন করেছেন।
মঙ্গলবার ব্যবস্থাপনা পরিচালকের উত্তরা বাসার সামনে ঐ কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এ আমরন অনশন কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে শিক্ষার্থীরা ইমরান খান ইমন বলেন, মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তাদের মিথ্যা আশ্বাস ও আদালতের কিছু কাগজপত্র দেখিয়ে ভর্তি করায়, প্রথম বর্ষে বিএমডিসি রেজিস্ট্রেশন এনে দেবে বলে প্রতিশ্রুতি দেয়, কিন্তু তারা এখনো রেজিস্ট্রেশন এনে দিতে পারেনি। কলেজের শিক্ষাব্যবস্থাসংক্রান্ত সব সুযোগ-সুবিধা থেকেও তাঁদের বঞ্চিত করেছে।এই মেডিকেল কলেজে থেকে স্বাস্থ্যশিক্ষা–সম্পর্কিত পরিপূর্ণ জ্ঞান অর্জন আদৌ সম্ভব নয়। শিক্ষার্থীদের অন্যত্র মাইগ্রেশনের ব্যবস্থা করার জন্য স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব এবং স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আবেদন করেছি। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ রিট উঠালে আমরা মাইগ্রেশনের সুযোগ পাবো।

আমরন অনশন অংশ নেওয়া শিক্ষার্থী সাবিহা সুলতানা বলেন, ‘জাতীয় পত্রিকায় প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি দেখে এই মেডিকেল কলেজে ভর্তি হতে আসি। তখন কলেজ কর্তৃপক্ষ আমাদের জানায়, কলেজের অভ্যন্তরীণ কিছু সমস্যার কারণে তাদের পূর্ববর্তী শিক্ষার্থীরা মাইগ্রেশন করে অন্যত্র চলে গেছেন। ২০১৭ সালে আমাদের প্রথম ব্যাচ ধরে কলেজের সব কার্যক্রম নতুনভাবে শুরু করবে।

শিক্ষার্থীরা আরো জানান, ক্লাস শুরুর পর প্রথম বর্ষ কোনো সমস্যা ছাড়া কাটলেও দ্বিতীয় বর্ষে জানতে পারি, এই কলেজের বিএমডিসি রেজিস্ট্রেশন নেই, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশনও তখনো ছিল না।

আমরন অনশনের শিক্ষার্থীরা আরও বলেন, ‘পর্যাপ্ত চিকিৎসক ও সুযোগ-সুবিধা না থাকার কারণে রোগীশূন্য হাসপাতালে পরিণত হয়েছে।বর্তমানে মেডিসিন ও সার্জারি বিভাগে কোনো চিকিৎসক নেই। নেই কোনো এনেস্থেসিওলজিস্ট। ফলে কোনো ধরনের সার্জারিই সম্ভব নয়।

বর্তমান পরিস্থিতিতে এই মেডিকেল কলেজ থেকে স্বাস্থ্যশিক্ষা সম্পর্কিত জ্ঞান অর্জন করা সম্ভব নয়। বর্তমান পরিস্থিতিতে আমাদের একটাই দাবি। আমাদের অন্যত্র মাইগ্রেশনের ব্যবস্থা করা হোক। অন্যথায় ৫২ জন শিক্ষার্থীর ভবিষ্যতের পাশাপাশি ৫২ টি পরিবারের ভবিষ্যৎও অন্ধকারে নিমজ্জিত হবে।’

এনবিএস/ওডে/সি