এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৩, ০৮:০৫ পিএম
চট্টগ্রাম বাণিজ্যমেলার সাড়া ফেলেছে ওয়ালটনের ভিআরএফ এসি
চট্টগ্রামে চলমান মাসব্যাপী বাণিজ্যমেলার শেষমুহূর্তে জমে উঠেছে ওয়ালটনের এসিসহ সবধরণের ইলেক্ট্রনিক্স ও আইটি পণ্যের বিক্রি। ওয়ালটন প্যাভিলিয়নে ক্রেতা-দর্শনার্থীদের মধ্যে সাড়া ফেলেছে বিদ্যুত সাশ্রয়ী ইনভার্টা প্রযুক্তির এয়ার কন্ডিশনার, একটি আউটডোরের মাধ্যমে একাধিক এসি সংযোগের সুবিধাসম্পন্ন ভিআরএফ এসি ও স্মার্ট ফ্রিজ।
মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে নগরীর পলোগ্রাউন্ড মাঠে বাণিজ্যমেলার ওয়ালটন প্যাভিলয়ন ঘুরে এর পণ্যের প্রতি ক্রেতা-দর্শনার্থীদের আগ্রহ লক্ষ্য করা গেছে।
প্যাভিলিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালটনের ডেপুটি ডিরেক্টর রাহাত খান সুমন জানান, এবারের বাণিজ্যমেলায় বৃহৎ প্যাভিলিয়নের মাধ্যমে ওয়ালটন ব্র্যান্ডের ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রিক, আইটি পণ্য, ই-বাইক, ভিআরএফ এসি প্রদর্শন করা হয়েছে। বিভিন্ন মডেলের এক্সক্লুসিভ ও আপকামিং পণ্য নজর কাড়তে সক্ষম হয়েছে। বিশেষ করে ওয়ালটনের এসির মডেলে নতুন যুক্ত হওয়া ভিআরএফ এসি রীতিমতো সাড়া ফেলেছে।
ওয়ালটন এবারের বাণিজ্যমেলায় যেসব পণ্য নিয়ে এসেছে তার মধ্যে রয়েছে ভিআরএফ এসি, সিলিং টাইপ এসি, ক্যাসেট টাইপ এসি, স্পিল্ট এসি অন্যতম। ওয়ালটনের ইনভার্টার প্রযুক্তির এসিগুলো সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ায় মেলায় বেশি বিক্রি হচ্ছে। মেলার প্যাভিলিয়ন থেকে ওয়ালটন এসি কিনলে ক্রেতারা পাচ্ছে ফ্রি ইন্সটলেশন ও কমপ্রেসরের ১০ বছর পর্যন্ত ওয়ারেন্টি সুবিধা।
প্যাভিলিয়নে আরও যেসব পণ্য প্রদর্শন ও ক্রেতাদের মধ্যে আকর্ষণ তৈরি করেছে সেগুলোর মধ্যে রয়েছে আপকামিং ওয়াটার ডিসপেন্সার, থ্রিডি ও এমএসও ইনভার্টার টেকনোলজি সমৃদ্ধ ডাবল ডোর ফ্রিজ, ৭৫ ইঞ্চি ইন্টারেক্টিভ ডিসপ্লে, ৬৫ ইঞ্চি স্মার্ট টিভি, ডিজিটাল টেবিল, ডাবল ডোর স্মার্ট ফ্রিজ, ওয়ালটন লিফট, অত্যাধুনিক ডাবল চেম্বার স্মার্ট ওয়াশিং মেশিন, স্মার্ট সুইস সকেট, বিভিন্ন ধরনের টেবিল ফ্যান, স্ট্যান্ড ফ্যান, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, হোম এপ্লাইয়েন্স, ওয়াটার মোটর, ইলেক্ট্রিক ক্যাবল, বাল্ব। আইটি পণ্যের মধ্যে বিভিন্ন মডেলের ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাব, রাউটার, সাউন্ড বার, প্রিন্টার ইত্যাদি।
প্যাভিলিয়ন ইনচার্জ রাহাত খান সুমন বলেন, মেলায় ওয়ালটন পণ্যের প্রতি গ্রাহকদের আগ্রহ দেখে আমরা অভিভূত। সামনে গরমের মৌসুম হওয়ায় মেলার প্যাভিলিয়ন থেকে প্রতিদিন ৬/৭টি এসি বিক্রি হচ্ছে। ক্রেতারা দেশীয় ব্র্যান্ড ওয়ালটন এসিতে আস্থা রাখছেন। ওয়ালটনের বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তির এসিগুলো ক্রেতাদের আকর্ষণের কেন্দ্রে রয়েছে।
তিনি জানান, বাণিজ্যমেলার প্যাভিলিয়ন থেকে ওয়ালটনের যে কোনো পণ্য কিনলে আকর্ষণীয় ছাড়ের পাশাপাশি ক্রেতাদের ১০১টি পণ্য ফ্রি পাওয়ার সুযোগ রয়েছে।
ওয়ালটন প্যাভিলিয়ন থেকে এসি ক্রেতা চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকার বাসিন্দা হারুনুর রশীদ চৌধূরী রাইজিংবিডিকে বলেন, ‘আমি গত সপ্তাহে ওয়ালটন প্যাভিলিয়ন পরিদর্শন করে এসি দেখে গিয়েছিলাম। পরে বিভিন্ন ব্র্যান্ড ও মার্কেট যাছাই করে দুই টনের ইনভার্টার প্রযুক্তির এসি কিনে নিয়েছি।’ মেইড ইন বাংলাদেশ খ্যাত ওয়ালটন বর্তমানে গ্লোবাল ব্র্যান্ড হওয়ায় ওয়ালটনের পণ্যে আস্থা রাখার কথা জানান এই ক্রেতা।
চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে গত ১৬ ফেব্রুয়ারি মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্যমেলা শুরু হয়। মেলা চলবে আগামী ২০ মার্চ পর্যন্ত।
রাইজিংবিডি.কম