ঢাকা, সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ | ৮ পৌষ ১৪৩১
Logo
logo

ইবি রোভার স্কাউট গ্রুপের সহচর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৫ মার্চ, ২০২৩, ০১:০৩ পিএম

ইবি রোভার স্কাউট গ্রুপের সহচর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

 ইবি রোভার স্কাউট গ্রুপের সহচর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রোভার স্কাউট গ্রুপের সহচর পর্যায়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুর আড়াইটায় অনুষদ ভবনের ৪২৭ নাম্বার রুমে এটি অনুষ্ঠিত হয়। পরীক্ষায় প্রায় দুই শতাধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
ভর্তি পরীক্ষায় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের আরএসএল প্রফেসর ড. কামরুল হাসান, সভাপতি মুসা হাশেমি ও সাধারণ সম্পাদক এস এ এইচ ওয়ালিউল্লাহ। এছাড়া আরো ১৫ জন রোভার উপস্থিত থেকে পরীক্ষায় দায়িত্ব পালন করেন।

ভর্তি পরীক্ষার বিষয়ে আরএসএল প্রফেসর ড. কামরুল হাসান বলেন, স্কাউট আন্দোলনে যুক্ত হবার প্রাথমিক বাছাই আজ সম্পন্ন হলো৷ আমি আশাবাদী শিক্ষার্থীরা আমাদের সাথে যুক্ত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্কাউটিং কার্যক্রমকে আরও বেশি গতিশীল করবে।

এনবিএস/ওডে/সি