ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

‘সবাইকে নিয়ে মরব’, পায়েলের সুইসাইড নোট


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৫ মার্চ, ২০২৩, ০৭:০৩ পিএম

‘সবাইকে নিয়ে মরব’, পায়েলের সুইসাইড নোট

 ‘সবাইকে নিয়ে মরব’, পায়েলের সুইসাইড নোট

ভারতের অভিনেত্রী পায়েল ঘোষ একাধিক হিন্দি ও কন্নড় সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন। তবে এবার তিনি আলোচনায় এসেছেন তার একটি অসমাপ্ত সুইসাইড নোটকে কেন্দ্র করে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি অসমাপ্ত সুইসাইড নোট প্রকাশ করেছেন পায়েল। এরপর আরো একটি পোস্ট করে সেখানে তিনি সবাইকে নিয়ে মরার কথা লিখেছেন।
পায়েল ওই নোটে লিখেছেন, ‘আমি পায়েল ঘোষ, যদি আমি আত্মহত্যা করি, কিংবা আমার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়, তার জন্য দায়ী থাকবে কে?’ অভিনেত্রীর এই পোস্ট দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। কেউ কেউ তো তাকে মানসিক চিকিৎসকের পরামর্শ নেওয়ারও উপদেশ দেন। তার এমন পোস্ট দেখে মুম্বাইয়ের ওশিওয়ারা থানার পুলিশ তাঁর খোঁজখবর নিতে যায়। সে খবরও জানিয়েছেন এই অভিনেত্রী।

এরপর পায়েল আরো একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘ওশিওয়ারা থানার পুলিশ এসেছিল আমার খোঁজ নিতে। আমার চিকিৎসকের সঙ্গে কথা বলেছেন। আমি সুশান্ত (সিংহ রাজপুত) নই, মরলে সবাইকে ফাঁসিয়ে মরব।’ অভিনেত্রী এখানে সুশান্ত সিংহ রাজপুতের প্রসঙ্গ টেনে কার বা কাদের উদ্দেশে এই হুমকি দিয়েছেন তা জানাননি তিনি।

অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যুর সময় পায়েল মানসিক স্বাস্থ্য নিয়ে গণমাধ্যমে একাধিক মন্তব্য করেছিলেন। সেই সময়ে তার মুখেই শোনা গিয়েছিল আত্মহত্যা কখনোই কোনো সমস্যার সমাধান নয়। পাশাপাশি অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছিলেন তিনি। এবার পায়েলের এই অসমাপ্ত সুইসাইড নোট নতুন করে বেশ কিছু গুঞ্জন তৈরি করেছে ভারতের সিনেমা ইন্ডাস্ট্রিতে।

এনবিএস/ওডে/সি