ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

ধর্ষণের দায়ে গ্রেপ্তার হয়েছিলেন শাকিব খান!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৬ মার্চ, ২০২৩, ০৪:০৩ পিএম

ধর্ষণের দায়ে গ্রেপ্তার হয়েছিলেন শাকিব খান!

 ধর্ষণের দায়ে গ্রেপ্তার হয়েছিলেন শাকিব খান!

নির্মিতব্য ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিং করতে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন শাকিব খান। সেখানে ওই সিনেমার এক নারী সহ-প্রযোজককে ধর্ষণ করেছিলেন তিনি। এরপর ২০১৮ সালে ধর্ষণের দায়ে শাকিবকে গ্রেপ্তার করে অস্ট্রেলিয়ার পুলিশ। সেসময় সামাজিক চাপে এবং আরও নিগ্রহের ভয়ে নির্যাতিতা প্রকাশ্যে মুখ খুলতে রাজি না হওয়ায় সেই যাত্রায় ছাড়া পেয়ে যান তিনি। এমন চাঞ্চল্যকর তথ্যই সামনে এনেছেন সিনেমাটির প্রযোজক রহমত উল্লাহ।

এই প্রযোজক শাকিব খানের বিরুদ্ধে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পী সমিতি ও ক্যামেরাম্যান সমিতি বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। বুধবার (১৫ মার্চ) বিকেলে অস্ট্রেলিয়া প্রবাসী বাঙালি এই প্রযোজক সশরীরে এফডিসিতে উপস্থিত হয়ে এ অভিযোগ করেন।

অভিযোগ পত্রে তিনি উল্লেখ করেন, ‘তিনি (শাকিব খান) আমাদের একজন নারী সহ-প্রযোজককে কৌশলে ধর্ষণ করে বসলেন। ভুক্তভোগী এই নারীকে তিনি অত্যন্ত পৈশাচিকভাবে নির্যাতন করলেন। গুরুতর জখমসহ রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল। নির্যাতিতা তখন এই ব্যাপারে অস্ট্রেলিয়ান পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করে। (এনএসডাব্লিউ পুলিশ রেফারেন্স নং: ই ৬২৪৯৪৯৫৯) নির্যাতিতা নিজেও একজন বাংলাদেশ বংশোদ্ভূত নারী। আমি সেই ফৌজদারি অভিযোগের সাক্ষী ছিলাম।

এই ঘটনার পর তিনি এবং তার পরিবার সামাজিকভাবে যেই গ্লানি এবং কুৎসার স্বীকার হন, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ধর্ষণের বিচার চাইতে গিয়ে একটা পর্যায়ে তার নিজের এবং তার পরিবারের টিকে থাকাটাই অসম্ভব হয়ে পড়ে। ওইদিন আমরা যখন সহকর্মীকে নিয়ে হাসপাতালে ব্যস্ত, শাকিব খান সেইদিন কাউকে কিছু না জানিয়ে অস্ট্রেলিয়া থেকে চুপিসারে চলে যান।

এরপর থেকে শাকিবের সঙ্গে বিভিন্ন সময যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছি। পরবর্তীতে ২০১৮ সালে তিনি আবার অস্ট্রেলিয়ায় আসলে ধর্ষণের অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হন। সামাজিক চাপে এবং আরও নিগ্রহের ভয়ে নির্যাতিতা প্রকাশ্যে মুখ খুলতে রাজি না হওয়ায় শাকিব সেই যাত্রায় ছাড়া পেয়ে যান।’

এর আগে ২০২২ সালের ১ অক্টোবর সামাজিক মাধ্যমে মিলি সুলতানা নামের এক প্রবাসী সাংবাদিকও শাকিব খানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন। তিনি ফেসবুক পোস্টে জানিয়েছিলেন, ‘২০১৮ সালে ‘সুপারহিরো’ নামের একটি সিনেমার শুটিংয়ে অস্ট্রেলিয়ায় থাকাকালে ওই সিনেমার সহ-প্রযোজককে ধর্ষণ করেছেন শাকিব।

এনবিএস/ওডে/সি