ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

অবমুক্ত হলো ‘ওভারট্রাম্প’


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৬ মার্চ, ২০২৩, ০৪:০৩ পিএম

অবমুক্ত হলো ‘ওভারট্রাম্প’

 অবমুক্ত হলো ‘ওভারট্রাম্প’

অভিনব উপায়ে দুইদিন আগে মুক্তি দেওয়া হয় ওয়েব সিরিজ ‘ওভারট্রাম্প’র ট্রেলার। এতে অভিনয় করা সকলশিল্পীরা এক সঙ্গে লাইভে এসে ট্রেলারটি মুক্তি দেয়। সেসময় দর্শকদের অনুরোধে সিরিজটির অবমুক্তির তারিখও জানানো হয়। নির্ধারিত তারিখ অনুযায়ী ১৬ মার্চ (বৃহস্পতিবার) ওটিটি প্লাটফর্ম চরকিতে অবমুক্ত হলো সিরিজটি।

‘ওভারট্রাম্প’-এ অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোস্তফা মনওয়ার, এফ এস নাঈম, আশনা হাবিব ভাবনা, সামিরা খান মাহি, শরীফ সিরাজ, মীর নওফেল আশরাফী জিসান প্রমুখ। সিরিজটিতে একদন নতুন লুকে দেখা গেছে চঞ্চল চৌধুরীকে। সিরিজের চরিত্র প্রসঙ্গে এই অভিনেতা বলেন, আমাদের সমাজে এ ধরনের ঘটনা বিশেষ করে আমাদের নগর জীবনে ঘটছে অহরহ। এই গল্পে যেমন অন্ধকার দিকের কথা আছে তেমন কিছু শিক্ষণীয় দিকও আছে। এই সিরিজে আমার চরিত্রে এক চমক থাকবে, আপাতত এইটুকুই বলতে চাই।

ওটিটিতে নিজের প্রথম কাজ নিয়ে বেশ উচ্ছ্বসিত সামিরা খান মাহি। তিনি বলেন, আমার জন্য এই সিরিজে কাজ করাটা একদম নতুন অভিজ্ঞতা ছিল। সেই সঙ্গে দুর্দান্ত সব সহশিল্পীরা আমার কাজটি আরো সহজ করে দিয়েছিলেন। এখন কাজটা দেখে দর্শক পছন্দ করলে তবেই সেটা আমার ভবিষ্যৎ কাজের জন্য অনুপ্রেরণা হবে।

এ প্রসঙ্গে অভিনেত্রী ভাবনা বলেন, ওভারট্রাম্পে আমার চরিত্রের নাম রমা। রমার সঙ্গে ভাবনার কোনো মিল নেই। আগের কাজ থেকে এই চরিত্র সম্পূর্ণ ভিন্ন। আমি নিজেও প্রতিটি কাজে নিজের সর্বোচ্চটা দিতে চাই। আমি খুব চিন্তায় ছিলাম যে রমা চরিত্রটা কীভাবে ডিজাইন করবো। আমি চেষ্টা করেছি বাকিটা দর্শকদের ওপর।

কাজটি নিয়ে এফএস নাইম বলেন, ওভারট্রাম্প-এ কাজের অভিজ্ঞতা দারুণ। জার্জিস ভাই অ্যান্ড পুরো টিমের সবাই দারুণ ছিল। আমি ওই চরিত্রে ১ মাস থেকেছি। আমার ক্যারেক্টারটা আশা করি সবাই পছন্দ করবে।

পরিচালক বাশার জর্জিস বলেন, ওভারট্রাম্প গল্পটা কোভিডের সময়ের লেখা। এ সময় সবাই থ্রিলার, রোমান্স করছে কিন্তু কেউ ডার্ক কমেডি করছে না। যা কমেডি হয়েছে সেটা ভিন্ন মাত্রার যেটা টিভিতে দেখা যায়। তবে ওটিটির জন্য তো একটু ভিন্ন ধরনের ডার্ক হওয়া উচিত। ওই জায়গা থেকে ওভারট্রাম্প-এর কাজের প্রতি আগ্রহ হয়।

সিরিজটির গল্প লিখেছেন বাশার জর্জিস, সিদ্দিক আহমেদ, অম্লান ও মোন্তাসির মান্নান। আর চিত্রনাট্য লিখেছেন মোন্তাসির মান্নান। চিত্রগ্রহণে ছিলেন কামরুল হাসান খসরু। এর মিউজিক করেছেন ইমন চৌধুরী ও জাহিদ নিরব।

এনবিএস/ওডে/সি