ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

মিচেল মার্শের অলরাউন্ডিং নৈপুণ্যে রাজস্থানকে হারালো দিল্লি


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১২ মে, ২০২২, ০২:০৫ পিএম

মিচেল মার্শের অলরাউন্ডিং নৈপুণ্যে রাজস্থানকে হারালো দিল্লি

মিচেল মার্শের অলরাউন্ডিং নৈপুণ্যে রাজস্থানকে হারালো দিল্লি


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়্যালসকে আট উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। এদিন বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে নেমে ৬২ বলে ৮৯ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন দিল্লির মিচেল মার্শ। 

প্রথমে ব্যাটিংয়ে নেমে মাত্র ৭ রানে ফিরে যান বাটলার। পরে অশ্বিনের ৫০ আর দেবদূতের ৪৮ রানের সুবাদে ৬ উইকেটে ১৬০ রান করে রাজস্থান।

বিনা রানে প্রথম উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটে দুই অজি ব্যাটার ওয়ার্নার ও মার্শের ১০১ বলে ১৪৪ রানের জুটিতে ভর করে জয়ের কাছাকাছি পৌছে যায় দিল্লি। শেষের দিকে মার্শ আউট হলেও ওয়ার্নারের অপরাজিত ৪৯ রানের সুবাদে ১১ বাকি থাকতেই ২ উইকেটে ১৬১ করে জয় পায় দিল্লি।