ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

চলচ্চিত্রের আইটেম সং গাইলেন রেশমি মির্জা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৬ মার্চ, ২০২৩, ০৯:০৩ পিএম

চলচ্চিত্রের আইটেম সং গাইলেন রেশমি মির্জা

 চলচ্চিত্রের আইটেম সং গাইলেন রেশমি মির্জা

আলোচিত কণ্ঠশিল্পী রেশমি মির্জা। ফোক ও আধুনিক গানে জনপ্রিয় কণ্ঠশিল্পী তিনি। এবার আইটেম সংয়ে কণ্ঠ দিলেন। ‘ফুলজান সিনেমার ‘হাবুডুবু’ শিরোনামে কণ্ঠ দিয়েছেন রেশমি। গানটির কথা ও সুর করেছেন সিনেমাটির পরিচালক আমিনুল ইসলাম বাচ্চু। সঙ্গীতায়োজনে ছিলেন এস কে সমীর।

রেশমি মির্জা গান প্রসঙ্গে বলেন, চলচ্চিত্রের আইটেম গান গাইলাম এটাই প্রথম। আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্টেজ শো করছি৷ এর পাশাপাশি আমার অনেকগুলো মৌলিক গানের মিউজিক ভিডিও  প্রকাশ হয়েছে। দেশের দর্শক- শ্রোতাদের প্রিয় হয়েছে। যা দেশের বিভিন্ন অডিও লেভেল থেকে প্রকাশিত হয়েছে।

তিনি বলেন, সংগীতপরিচালক এস কে সমীর ভাইয়ের সাথে এটাই আমার প্রথম কাজ। যদিও আমরা একই এলাকার মানুষ। কখনো আমাদের একসাথে কাজ করার সুযোগ হয়ে ওঠেনি। সমীর ভাইয়ের অত্যন্ত সুন্দর সংগীতায়োজনে আমি মনে করি চলচ্চিত্রের আইটেম সংটি শ্রোতাদের মন জয় করবে।

সিনেমার পরিচালক আমিনুল ইসলাম বাচ্চু বলেন, সিনেমার প্রেক্ষাপট অনুযায়ী আইটেম গানটির প্রয়োজন অনুভব করি। তাই নিজেই কথা ও সুরে এবং এস কে সমীর সঙ্গীতায়োজনে আইটেম সং করা হলো।

সংগীত পরিচালক এস কে সমীর বলেন, এই সিনেমার ডাবিং ও ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি করেছি। ফিল্মের আইটেম সং এর কাজ এটা আমার প্রথম। আশা করছি সবার ভালো লাগবে।

এনবিএস/ওডে/সি