ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

শাকিবের ‘নারী কেলেঙ্কারি’ প্রসঙ্গে যা বললেন নিপুণ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৬ মার্চ, ২০২৩, ০৯:০৩ পিএম

শাকিবের ‘নারী কেলেঙ্কারি’ প্রসঙ্গে যা বললেন নিপুণ

 শাকিবের ‘নারী কেলেঙ্কারি’ প্রসঙ্গে যা বললেন নিপুণ

ঢাকাই সিনেমার অভিনেতা শাকিব খানের সময়টা খুবই খারাপ যাচ্ছে। হাতে নেই নতুন কোনো সিনেমা। যেকটায় চুক্তিবদ্ধ ছিলেন, সেগুলোর ভবিষ্যৎও অনিশ্চিত। এর মধ্যে তাকে নিয়ে একের পর এক সামনে আসছে ‘বাজে’ তথ্য। অভিনেত্রী শবনম বুবলির সঙ্গে গোপন বিয়ে-সন্তানের খবর প্রকাশ্যে আসায় সাম্প্রতিক সময়ের বিতর্কের শুরু। এরপর গুঞ্জন ওঠে অভিনেত্রী পূজা চেরীর সঙ্গে প্রেমের সম্পর্কের। তাকে ঘিরে অপু-বুবলির কাদা ছোড়াছুড়িতো রয়েছেই। এরমধ্যেই তার বিরুদ্ধে অভিযোগ উঠলো এক নারী প্রযোজককে ধর্ষণের। যা ইতোমধ্যে পরিণত হয়েছে টক অব দ্যা কান্ট্রিতে।

১৫ মার্চ (বুধবার) বিকেলে নির্মাণাধীন ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক রহমত উল্লাহ সশরীরে এফডিসিতে উপস্থিত হয়ে শাকিব খানের বিরুদ্ধে অসদাচরণ, মিথ্যা আশ্বাস ও ধর্ষণের মতো গুরুতর বিষয়ে লিখিত অভিযোগ করেন। তিনি বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পী সমিতি ও ক্যামেরাম্যান সমিতি বরাবর এ লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিয়ে এখনও শাকিব খান কোনো মন্তব্য করেননি। তবে এই ইস্যুতে নিজের অভিমত প্রকাশ করেছেন অভিনেত্রী ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেত্রী নিপুণ আক্তার।

তিনি গণমাধ্যমে বলেন, ‘যে কেউ সমিতিতে অভিযোগ দিতে পারেন। এটাও তেমনই একটি অভিযোগ। আমরা সেটা রিসিভ করেছি। আপনারা জানেন, আমাদের সভাপতি (ইলিয়াস কাঞ্চন) এখন দেশের বাইরে। তিনি দেশে আসলেই আমরা বিষয়টি সাংগঠনিক টেবিলে বসে পর্যালোচনা করব।’

নিপুণ আরো বলেন, ‘শাকিব খান ইন্ডস্ট্রির একজন সুপারস্টার। আমরা তার সঙ্গে পুরো বিষয়টি আলাপ করব। অভিযোগের সত্যতা যাচাই করব। মোট কথা আমরা আমাদের আর্টিস্টকে প্রায়োরিটি দেব। এরপর যিনি অভিযোগ করেছেন, তার সঙ্গেও কথা বলব। তারপর একটা সাংগঠনিক সিদ্ধান্ত দেওয়া যাবে।’

এর আগে ২০২২ সালের ১ অক্টোবর সামাজিক মাধ্যমে মিলি সুলতানা নামের এক প্রবাসী সাংবাদিকও শাকিব খানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন। তিনি ফেসবুক পোস্টে জানিয়েছিলেন, ২০১৮ সালে ‘সুপারহিরো’ নামের একটি সিনেমার শুটিংয়ে অস্ট্রেলিয়ায় থাকাকালে ওই সিনেমার সহ-প্রযোজককে ধর্ষণ করেছেন শাকিব।

এনবিএস/ওডে/সি