এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৩, ০৯:০৩ পিএম
নিপুণের খোলামেলা ছবি দেখে কি ‘বুঝলেন না’ ওমর সানী?
ইদানিং শোবিজ অঙ্গনের মাঝবয়সী অভিনেত্রীরা খোলামেলা ফটোশুট করে আলোচিত হচ্ছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন অভিনেত্রী ও শিল্পী সমিতির নেত্রী নিপুণ আক্তার। অভিনয়ে তেমন একটা দেখা না গেলেও সামাজিক মাধ্যমে বেশ সরব তিনি। আর সেখানেই কিছুটা সাহসী রূপে ধরা দিলেন এ নায়িকা।
১৪ মার্চ (মঙ্গলবার) রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডির প্রোফাইল ও কাভার ফটো পরিবর্তন করেন নিপুণ। একই সময়ে তোলা দুটি ছবি আপ করেছেন সেখানে। আর তাতেই নেটিজেনদের নজর কেড়েছেন তিনি। তবে নিপুণের এমন রূপ দেখে অনেকেই রীতিমত ধাক্কা খেয়েছেন। তার সহকর্মীরাও মন্তব্যের ঘরে বিস্ময় প্রকাশ করেছেন।
নিপুণের সে ছবি নজরে পড়েছে অভিনেতা ওমর সানিরও। তবে তিনি কিছুই বোঝেননি! সেই প্রমাণ দেখা গেলো মন্তব্যের ঘরে। সেখানে সানী লিখেছেন, ‘বুঝলাম না।’ যা নেটিজেনদের নজর কেড়েছে। অনেকেই তার সঙ্গে সহমত প্রকাশ করে লেখেন, ‘আমিও বুঝলাম না।’ আবার অনেকে প্রশ্ন ছুড়েছেন, ‘কি বুঝলেন না?’
নিপুণের খোলামেলা ছবি দেখে ওমর সানী মূলত কি ‘বুঝলেন না’ তা স্পষ্ট করেননি তিনি। এ প্রসঙ্গে জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
এনবিএস/ওডে/সি