এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৩, ০৯:০৩ পিএম
আবার আসছে প্রাপ্তবয়স্কদের ম্যাগাজিন প্লেবয়
ডিজিটাল ম্যাগাজিন হিসেবে আবার আসছে প্রাপ্তবয়স্কদের ম্যাগাজিন প্লেবয়। এ তথ্য দিয়েছেন ইংলিশ পপ গায়িকা স্যাম ফক্স। তার বয়স এখন ৫৬ বছর। প্রতিশ্রুতি দিয়েছেন ৬০ বছর বয়স পূর্ণ হলে তিনি এই ম্যাগাজিনের জন্য পোজ দেবেন।
তিনি বলেছেন, প্রাপ্তবয়স্কদের কাছে এ সময়ের সবচেয়ে সুপরিচিত একটি ওয়েবসাইটের সুস্থ বিকল্প হবে ডিজিটাল প্লেবয়। এই পেশা বেছে নিতে খুব আগ্রহী তার দুই সৎপুত্র। আর্থিক সংকটের কারণে ২০২০ সালে ছাপার অক্ষরে প্লেবয় প্রকাশ বন্ধ হয়ে যায়। তারপর এ বছরের শেষের দিকে তা আনুষ্ঠানিকভাবে আবার যাত্রা শুরু করবে।
ডিজিটাল ম্যাগাজিনের যারা গ্রাহক থাকবেন, তারা এর ‘ক্রিয়েটর প্লাটফরম’ ব্যবহার করতে পারবেন। প্রাপ্তবয়স্কদের অন্য সাইটটির চেয়ে এই মাধ্যমটি অধিকতর নিরাপদ, এক্সক্লুসিভ বিকল্প তথ্য থাকবে। এ নিয়ে লন্ডনের একটি পত্রিকায় স্যাম ফক্স লিখেছেন, আমার সৎপুত্ররা প্লেবয়ে থাকুক, এটা আমরা চাই। তিনি এডাম এবং নোয়া নামের দুই জমজ সৎছেলে ও নোয়ার স্ত্রী লিন্ডার সঙ্গে ছবি শেয়ার করেছেন। তাতে বলেছেন, অনলাইন সংশ্লিষ্ট শারীরিক সম্পর্কের ভয়াবহ জিনিসগুলো দেখার পরিবর্তে প্লেবয় অফার করবে মজাদার গ্লামার শটস। আর সবকিছুই হবে আনন্দদায়ক। তার ভাষায়, আমি সব সময় বলেছি, বয়স ৫০ বছর হলে আবার প্লেবয়ে ফিরবো। কিন্তু সেই সুযোগ গত হয়েছে। আবার সম্ভব হলে ৬০ বছর বয়সের সময় প্লেবয়ে ফিরতে পারি।
ডিজিটাল প্লেবয়ের ব্যবহারকারীরা কন্টেন্ট ক্রিয়েটরদের সঙ্গে কথা বলতে পারবেন। ওই সব ক্রিয়েটর তাদের পেইজে সেন্সরবিহীন কন্টেন্ট পোস্ট করবেন। একই সঙ্গে যারা সাবস্ক্রাইবার হবেন, তাদের সঙ্গে জীবনের এক্সক্লুসিভ তথ্য শেয়ার করবেন। ২০১১ সালে প্লেমেট হয়েছিলেন কমেডিয়ান এবং মডেল আমান্ডা চারনি। তিনিই হবেন নতুন প্লেবয়ের প্রথম ডিজিটাল কভারের মডেল।
স্যাম ফক্সের পুরো নাম সামান্থা কারেন ফক্স। তার জন্ম ১৯৬৬ সালের ১৫ই এপ্রিল পূর্ব লন্ডনে। তিনি অভিনেত্রী ক্যারোল অ্যান উইলকেন এবং জন প্যাট্রিক ফক্সের বড় মেয়ে। লন্ডনের দ্য সান পত্রিকার পেইজ থ্রি-এর টপলেস মডেল হিসেবে বিখ্যাত হয়ে ওঠেন। তিনি পেইজ থ্রি’তে ১৯৮৩ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত নিয়মিত উপস্থিত হতে থাকেন। তার ছবি এবং তাকে নিয়ে অন্য অনেক প্রকাশনা ব্যবহার করেছে। ১৯৮০র দশকে বৃটেনে সবচেয়ে বেশি ছবি তোলা হয়েছে, এমন নারীদের মধ্যে অন্যতম হয়ে ওঠেন স্যাম ফক্স।
এনবিএস/ওডে/সি