ঢাকা, রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ | ৮ পৌষ ১৪৩১
Logo
logo

ইনজুরি আক্রান্ত হয়ে আইপিএল শেষ জাদেজার


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১২ মে, ২০২২, ০২:০৫ পিএম

ইনজুরি আক্রান্ত হয়ে আইপিএল শেষ জাদেজার

ইনজুরি আক্রান্ত হয়ে আইপিএল শেষ জাদেজার

বিষয়টি নিশ্চিত করেছেন চেন্নাই সুপার কিংসের সিইও কাশি বিশ্বনাথন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরটা ভালো যাচ্ছে না চেন্নাইয়ের। শুরু থেকেই দলটির প্লে-অফে যাওয়ার সম্ভাবনা সুতোয় ঝুলছে। ফলে বেশ বড় ধাক্কা খেল দলটি।

বুধবার চেন্নাই সুপার কিংসের বায়ো-বাবল ছেড়েছেন জাদেজা। রয়্যাল চেলেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। এজন্য দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি এই অলরাউন্ডার, খেলা হবে না বাকি ম্যাচগুলোও।কালের কন্ঠ 

জাদেজার নেতৃত্বে চেন্নাই এই আসরের প্রথম ৮ ম্যাচের মধ্যে ৬ ম্যাচই হেরে বসেছিল। মূলত সেখানেই পিছিয়ে পড়েছে চেন্নাই। তাই দলের অধিনায়কত্ব ফের মহেন্দ্র সিং ধোনির কাঁধে সপে দিয়েছেন জাদেজা। এবারের আসরে তার ব্যক্তিগত পারফরমেন্সেও আশানুরূপ ছিল না। ১০ ম্যাচে ১১৬ রান করতে পেরেছেন, বোলিংয়ে নিয়েছেন উইকেট পেয়েছেন মাত্র ৫টি।