ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

কবীর সুমনকে ভণ্ড বললেন তসলিমা নাসরিন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৭ মার্চ, ২০২৩, ০৩:০৩ পিএম

কবীর সুমনকে ভণ্ড বললেন তসলিমা নাসরিন

 কবীর সুমনকে ভণ্ড বললেন তসলিমা নাসরিন

৭৫তম জন্মদিনে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষৎকারে জীবন ও সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলেছেন প্রখ্যাত গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী কবির সুমন। ওই সাক্ষাৎকারে যৌনতা নিয়েও খোলামেলা কথা বলেছেন তিনি। সেখানে এই শিল্পী জানিয়েছেন, এই বয়সেও বিছানায় সক্ষম তিনি। নারীরা তাকে সমৃদ্ধ করেছেন। গায়কের এমন কথার কড়া সমালোচনা করেছেন লেখিকা তসলিমা নাসরিন।

বৃহস্পতিবার (১৭ মার্চ) ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে একটি পোস্ট করেছেন তসলিমা নাসরিন। সেখানে তিনি লেখেন, ‘এই সুমনকে আমি মুসলমান সুমন বলি না। এই সুমনকে আমি হিপোক্রিট সুমন বলি। আমি বিশ্বাস করি না এই সুমন আল্লাহ-রাসুল, নামাজ-রোজায় বিশ্বাস করেন। এই সুমন স্বার্থের জন্য যা ইচ্ছা তাই করতে পারেন। যদি দেখেন আঘোরি বা নাঙ্গা সন্ন্যাসী সাজলে কিছু ফায়দা হবে, বা লোককে বোকা বানিয়ে মজা লোটা যাবে, তিনি তাই করবেন।’

‘আমি বুঝি না, সাংবাদিকরা যখন তার ইন্টারভিউ নেয়, কেন সাবিনা ইয়াসমিনের সঙ্গে তার সম্পর্কের কথা কেউই জিজ্ঞেস করে না। বিছানায় তিনি ৭৫ বছর বয়সেও সক্ষম, এই কথা কেন শোনাচ্ছেন? পুরুষদের বোকা বানানোর জন্য নাকি নারীদের? মানুষটার আদর্শ বলে কোনোকালে কিছু কি ছিল? আমার সন্দেহ হয়। একসময় নাকি বামপন্থী ছিলেন। বামপন্থী যদি সত্যি হতেন, এত সহজে তৃণমূলী হতেন না।’

তিনি আরও লেখেন, ‘তার নাকি গাড়ি নেই। অনেকে এমন কথা বলে প্রমাণ করতে চান তারা খুব সৎ মানুষ। অনেক অসৎ লোকের কিন্তু গাড়ি থাকে না, আবার অনেক সৎ লোকেরও গাড়ি থাকে। গাড়ি না থাকা সততার কোনো প্রমাণ হয়? আমার আজ মনে হয়, যে অসাধারণ গানগুলো তিনি লিখেছিলেন, গেয়েছিলেন, সেই গানের কথাগুলো তিনি তখনও বিশ্বাস করতেন না, এখনো বিশ্বাস করেন না। গানের ক্ষেত্রে যেমন তার প্রতিভার তুলনা হয় না, ভণ্ডামির ক্ষেত্রেও তার প্রতিভার তুলনা হয় না।’

সবশেষ তসলিমা লেখেন, ‘পুনশ্চঃ মনে আছে, ২০০৭ সালে তিনি আমার বিরুদ্ধে তাণ্ডব করা কলকাতার ফতোয়াবাজ জিহাদিদের পক্ষ নিয়েছিলেন।’

এনবিএস/ওডে/সি