ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

টালিগঞ্জের স্টুডিওতে ভয়াবহ আগুন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৯ মার্চ, ২০২৩, ০৫:০৩ পিএম

টালিগঞ্জের স্টুডিওতে ভয়াবহ আগুন

 টালিগঞ্জের স্টুডিওতে ভয়াবহ আগুন

পশ্চিমবঙ্গের সিনেমা ইন্ডাস্ট্রিখ্যাত টালিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেখানের এনটি ওয়ান স্টুডিওতে এ দুর্ঘটনা ঘটে। ১৯ মার্চ (রোববার) ভোর সাড়ে ৫টার দিকে স্টুডিওটিতে আগুন লাগে বলে জানিয়েছে স্থানীয় দমকল বাহিনী। আনন্দবাজার

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ভোরে স্টুডিওর একাংশ দাউদাউ করে জ্বলতে দেখেন তারা। সঙ্গে সঙ্গেই তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। পাঁচ মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছায়। আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা।

স্টুডিওতে কিভাবে অথবা কি কারনে আগুন লাগল তা এখনো জানা যায়নি। দমকল বাহিনী জানিয়েছে, আগুন লাগার কারণ খুজছে তারা। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

এনবিএস/ওডে/সি