ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

ইসরায়েলে বিচার বিভাগে সংস্কারের প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৯ মার্চ, ২০২৩, ০৫:০৩ পিএম

ইসরায়েলে বিচার বিভাগে সংস্কারের প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত

 ইসরায়েলে বিচার বিভাগে সংস্কারের প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত

 ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন কট্টরপন্থি সরকারের বিরুদ্ধে আবারও বিক্ষোভ করেছেন দেশটির বিক্ষুব্ধ নাগরিকরা। নেতানিয়াহুর নতুন সরকারের বিচার বিভাগীয় সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে টানা বিক্ষোভের অংশ হিসেবে গত শনিবার রাস্তায় নামেন হাজার হাজার মানুষ। মূলত বিচার ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য সরকারি পরিকল্পনার বিরুদ্ধে গত ১১ সপ্তাহ ধরে ইসরায়েলে বিক্ষোভ চলছে। ইয়াহু নিউজ, রয়টার্স

ইসরায়েলিরা টানা ১১তম সপ্তাহে শনিবার বিক্ষোভে নামেন এবং দেশটির বহু শহরের রাস্তা এদিন কার্যত পরিপূর্ণ হয়ে যায়। বিক্ষোভকারীরা সুপ্রিম কোর্টের ক্ষমতা কমানোর জন্য কট্টর ডানপন্থি নেতানিয়াহু সরকারের পরিকল্পনার বিরোধিতা করছেন। সমালোচকরা বলছেন, ইসরায়েলি সরকারের এই পরিকল্পনা বিচারিক স্বাধীনতার জন্য হুমকি।

নেতানিয়াহু দাবী করেন, ইসরায়েলি সরকারের শাখাগুলোর মধ্যে ভারসাম্য বজায় রাখাই তার লক্ষ্য। ধর্মীয়-জাতীয়তাবাদী জোট মিত্রদের সাথে নিয়ে ইসরায়েলি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও নেতানিয়াহুর পরিকল্পিত এই বিচারিক সংশোধন বা সংস্কার চেষ্টা নিয়ে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।

নেতানিয়াহু সরকারের বিচার বিভাগীয় সংস্কার পরিকল্পনার সমালোচকরা বলছেন, এই সংস্কার পরিকল্পনা ইসরায়েলের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে। তবে নেতানিয়াহুর সরকার বলছে, তাদের পরিকল্পিত এই পরিবর্তনই ভোটারদের জন্য ভালো ফল বয়ে আনবে।

এনবিএস/ওডে/সি