এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১২ মে, ২০২২, ০৩:০৫ পিএম
বিদেশী সম্পদ চুরি করা পশ্চিমাদের অভ্যাসে পরিণত হয়েছে: ল্যাভরভ
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, বিদেশী সম্পদ আটকের নামে চুরি করা পশ্চিমা দেশগুলোর অ্যভাসে পরিণত হয়েছে। রুশ সম্পদ চুরির একটি ধারণা সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল প্রকাশ্যে এনেছেন।
এ সম্পর্কে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এটা বলাই ন্যায্য যে, এটা প্রকৃতপক্ষে চুরি; এই চুরি এমনকি তারা গোপনেও করতে চায় না।” গতকাল (মঙ্গলবার) আলজেরিয়ার রাজধানী আলজিয়িার্সে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জোসেপ বোরেল বলেছেন, খরচ কমাতে রাশিয়ার আটক করা সম্পদ যুদ্ধ শেষে ইউক্রেনের পুনর্গঠনে ব্যবহার করা উচিত। জোসেপ বোরেলের এ বক্তব্যের জবাবে ল্যাভরভ বলেন, “এটি পশ্চিমাদের এক রকম অভ্যাসে পরিণত হয়েছে। এ সময় তিনি আমেরিকার হাতে দারিদ্রপীড়িত আফগানিস্তানের বৈদেশিক মুদ্রা আটকের প্রসঙ্গ তুলে ধরেন।
ল্যাভরভ বলেন, এই অর্থ আফগান জনগণের প্রয়োজন মেটানোর জন্য ব্যয় করার কোনো পরিকল্পনা আমেরিকার নেই। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর দখলদারিত্বে কারণে আফগানিস্তানের আজ এ পরিণত বলেও উল্লেখ করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে