ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

গভীর রাতে হঠাৎ গুলশান থানায় শাকিব খান


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৯ মার্চ, ২০২৩, ০৯:০৩ পিএম

গভীর রাতে হঠাৎ গুলশান থানায় শাকিব খান

 গভীর রাতে হঠাৎ গুলশান থানায় শাকিব খান

‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার সহ–প্রযোজক দাবি করা রহমত উল্ল্যাহর বিষয়ে কথা বলতে থানায় হাজির হয়েছেন নায়ক শাকিব খান। শনিবার রাত সাড়ে ১১টার দিকে তিনি গুলশান থানায় প্রবেশ করেন।

রাত সাড়ে ১২ টার দিকে থানা থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শাকিব। প্রশ্নের জবাবে শাকিব বলেন, ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার সহ–প্রযোজক দাবি করা রহমত উল্ল্যাহর মিথ্যাচারের বিরুদ্ধে আইনী সাহায্যের জন্য থানায় এসেছেন।

এসময় শাকিব আরও বলেন, রহমত উল্ল্যাহ কোনো প্রযোজকই নয়, সে অসৎ উদ্দেশ্যে আমাদের সবার ভাবমূর্তি নষ্ট করতে বিভিন্ন মাধ্যমে মিথ্যাচার করছেন।

শাকিবের লিগ্যাল এডভাইসর অ্যাডভোকেট খাইরুল বলেন, সব প্রস্তুতি সম্পন্ন করে আগামীকাল  রহমত উল্ল্যাহর বিরুদ্ধে মামলা করবেন শাকিব।

তিনি আরও বলেন, শাকিবের বিরুদ্ধে একটি চক্র কাজ করছে যারা তার সুনাম নষ্ট করতে চায়।

 শাকিব খানের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে গত বুধবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে চিঠি দেন ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার অন্যতম প্রযোজক দাবিদার রহমত উল্ল্যাহ। নির্মিতব্য সিনেমাটি নিয়ে শাকিবের অসদাচরণ, মিথ্যা আশ্বাস, এক সহপ্রযোজককে ধর্ষণ এবং দায়িত্বে অবহেলার মাধ্যমে চলচ্চিত্রটির ক্ষতি সাধনের অভিযোগ করেছেন তিনি।

এ নিয়ে গত বৃহস্পতিবার রাজধানীর একটি রেস্তোরাঁয় প্রযোজকের সঙ্গে বসেছিলেন শাকিব। মধ্যস্থতায় ছিলেন প্রযোজক খোরশেদ আলম খসরু। সেখানে শাকিব সিনেমাটির শুটিং শেষ করার আশ্বাস দিয়ে মীমাংসার প্রস্তাব দেন বলে দাবি করেছিলেন প্রযোজক রহমত উল্ল্যাহ।

এনবিএস/ওডে/সি