এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১২ মে, ২০২২, ০৩:০৫ পিএম
ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ করে দেবে ইউক্রেন
পাইপলাইনের মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশে রাশিয়া যে গ্যাস সরবরাহ করে থাকে তা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেন। আজ বুধবার ১১ মে থেকে এ সিদ্ধান্ত কার্যকর করার কথা ঘোষণা করেছে ‘দ্যা গ্যাস ট্রান্সমিশন সিস্টেম অপারেটর অব ইউক্রেন’ বা জিটিএসওইউ।
সংস্থাটি গতকাল এক বিবৃতিতে বলেছে, পূর্বাঞ্চলীয় সোখরানিভকা পয়েন্ট দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ করা হবে। এ পয়েন্ট দিয়ে রাশিয়া তার এক-তৃতীয়াংশ গ্যাস ইউরোপে সরবরাহ করে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরুর পর কিয়েভের পক্ষ থেকে এই প্রথম গ্যাস সরবরাহ বন্ধ করার কথা বলা হলো। ইউরোপে রাশিয়া যে গ্যাস সরবরাহ করে তার বিরাট অংশ ইউক্রেনের মধ্যদিয়ে পাইপলাইনের সাহায্যে পরিবহন করা হয়।
জিটিএসওইউ দাবি করছে, রাশিয়ার সেনাদের বাধাবিঘ্নের কারণে তারা এ পয়েন্ট দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। লুহানস্ক অঞ্চলে সোখরানিভকা গাস ট্রান্সমিশন পয়েন্টটি অবস্থিত। এর পর্বির্তে তারা অন্য একটি পয়েন্ট দিয়ে গ্যাস সরবরাহ করতে রাজি বলে জানিয়েছে। তবে রাশিয়ার প্রধান গ্যাস কোম্পানি গজপ্রম বলছে, প্রযুক্তিভাবে এটি সম্ভব নয়।
গজপ্রম বলেছে, ইউক্রেনের পক্ষ থেকে গ্যাস সরবরাহ বন্ধ করার বিষয়ে তারা আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পায় নি। গ্যাস সরবরাহ করার বিষয়ে তারা কোনো রকমের বাধার মুখেও পড়ে নি বরং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে