ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

ডিবি কার্যালয়ে শাকিব খান


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৯ মার্চ, ২০২৩, ১১:০৩ পিএম

ডিবি কার্যালয়ে শাকিব খান

 ডিবি কার্যালয়ে শাকিব খান

অপারেশন অগ্নিপথ ছবির কথিত প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে অভিযোগ নিয়ে মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গিয়েছিলেন চিত্রনায়ক শাকিব খান।রোববার (১৯ মার্চ) দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান তিনি।

সূত্র জানায়, শাকিব খান এক কথিত প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে এসেছেন। তিনি ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। এর আগে, শনিবার (১৮ মার্চ) কথিত প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করতে গুলশান থানায় যান চিত্রনায়ক শাকিব খান। থানা থেকে বের হয়ে রাত সাড়ে ১২টার দিকে সাংবাদিকদের সঙ্গে এসব নিয়ে কথা বলেন তিনি।

শাকিব বলেন, ‘উনি এই সিনেমার (অপারেশন অগ্নিপথ) প্রযোজক না, উনার সঙ্গে আমার কোনো কন্টাক্ট হয়নি। উনার সঙ্গে আমার ডিরেক্টর আশিকুর রহমানেরও কোনো কন্টাক্ট হয়নি। উনি প্রথম শুরুই করেছেন মিথ্যাচার দিয়ে এবং সমস্ত বানোয়াট। আমি যেটা মনে করি, পাঁচটা অ্যাসোসিয়েশনে অভিযোগ দিয়েছেন, নিশ্চয় এর সঙ্গে আরও অনেক লোক জড়িত আছে।

এসময় সাংবাদিকরা তাকে ধর্ষণের অভিযোগ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘সেই সমস্ত বিষয়গুলো নিয়েই অভিযোগ করতে এসেছিলাম। থানা পরামর্শ দিয়েছে, এই অভিযোগগুলো বা মামলাটা কোর্টে করেন আরও ভালো হয়। যেহেতু উনারা পরামর্শ দিয়েছেন আমি এই মামলা করার জন্য কোর্টে যাব।’
উল্লেখ্য যে, বুধবার (১৫ মার্চ) বিকেলে সশরীরে এফডিসিতে উপস্থিত হয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পী সমিতি ও ক্যামেরাম্যান সমিতি বরাবর শাকিবের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান প্রযোজক রহমত উল্লাহ।

এনবিএস/ওডে/সি