ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

মা হচ্ছেন অভিনেত্রী ঈশিতা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৯ মার্চ, ২০২৩, ১১:০৩ পিএম

মা হচ্ছেন অভিনেত্রী ঈশিতা

 মা হচ্ছেন অভিনেত্রী ঈশিতা

মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী ঈশিতা দত্ত। সম্প্রতি বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় তার বেবিবাম্প প্রকাশ্যে আসে। অভিনেত্রীর মা হওয়ার খবরে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন অনেকেই।

গত বছরের নভেম্বরে মুক্তি পেয়েছে ‘দৃশ্যম’ ছবির দ্বিতীয় পর্ব। ছবিতে অজয় দেবগনের মেয়ের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন ঈশিতা। অভিনয় প্রশংসিত হলেও বলিপাড়ার গ্ল্যামারের চাকচিক্য থেকে বরাবরই দূরত্ব বজায় রেখেছেন তনুশ্রী দত্তের এই বোন।

২০১৬ সালে ‘রিশতো কা সৌদাগর-বাজিগর’ নামের একটি হিন্দি ধারাবাহিকে মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন ঈশিতা। এই ধারাবাহিক তার জীবনের মোড় বদলে দেয়। এখানে অভিনয় সূত্রেই ‘টারজান: দ্য ওয়ান্ডর কার’ খ্যাত ভাটশাল শেঠের সঙ্গে পরিচয় এরপর প্রেম এবং বিয়ে।

বেশ অনেক বছর ধরেই হিন্দি সিনেমায় কাজ করছেন ঈশিতা। তবে ২০১৫ সালে ‘দৃশ্যম’ ছবির প্রথম পর্ব ঈশিতার জীবনে মোড় ঘুরিয়ে দেয়। এ সিনেমায় অজয় দেবগন, টাবুর মতো তারকাদের সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছেন তিনি।

এনবিএস/ওডে/সি