ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫ | ২৯ ফাল্গুন ১৪৩১
Logo
logo

নয়া ইসলামি সভ্যতা গড়তে শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে হবে: ইরানের সর্বোচ্চ নেতা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১২ মে, ২০২২, ০৩:০৫ পিএম

নয়া ইসলামি সভ্যতা গড়তে শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে হবে: ইরানের সর্বোচ্চ নেতা

নয়া ইসলামি সভ্যতা গড়তে শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে হবে: ইরানের সর্বোচ্চ নেতা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, শিক্ষকতা অনেক বড় কাজ। শিক্ষকরা যা শেখান তা কেবলি সাধারণ শিক্ষা নয়, তারা মৌলিক ভিত গড়ে দেন। তিনি আজ (বুধবার) তেহরানে একদল শিক্ষকের সঙ্গে বৈঠকে এ কথা বলেন।

সর্বোচ্চ নেতা আরও বলেন, নয়া ইসলামি সভ্যতা গড়তে শিক্ষার্থীদের মধ্যে জাতীয় ও ইসলামি পরিচিতি গড়ে তুলতে হবে। এটা জ্ঞান শিক্ষার চেয়েও গুরুত্বপূর্ণ অথবা অন্তত জ্ঞান শিক্ষার সমপর্যায়ের।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, 'আমাদেরকে এমন কাজ করতে হবে যাতে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী হিসেবে গড়ে উঠে এবং দেশের নানা অর্জন ও সাফল্যের সঙ্গে পরিচিত হতে পারে। আপনারা যার যার স্কুলের ছেলেমেয়েদের মধ্যে জরিপ চালিয়ে দেখুন কত শতাংশ (ইরানের রুইয়ন রিসার্চ ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা) কাজেমি আশতিয়ানিকে চেনেন আর কত শতাংশ রোনালদোকে চেনেন।'

স্কুল-কলেজের শিক্ষকদের সঙ্গে বৈঠকে সর্বোচ্চ নেতা বলেন, 'ছেলেমেয়েদেরকে দৃঢ়তার গুরুত্ব বোঝাতে হবে। একটা দৃঢ় জাতি মানে কি? এর মানে হলো ব্ল্যাকমেইল ও জোর-জবরদস্তির কাছে নতিস্বীকার না করা। দৃঢ়তা ও প্রতিরোধের মনোভাবের মধ্যেই রয়েছে দেশের সমস্যার সমাধান। যেকোনো জাতির মধ্যে বলদর্পিতার মোকাবেলায় প্রতিরোধের সক্ষমতা থাকতে হবে। শৈশব থেকেই আমাদের মধ্যে এটা প্রতিষ্ঠিত করতে হবে।' খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে