ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

পাকনামি করা ছাড়তে হবে: ওমর সানী


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২০ মার্চ, ২০২৩, ০১:০৩ পিএম

পাকনামি করা ছাড়তে হবে: ওমর সানী

 পাকনামি করা ছাড়তে হবে: ওমর সানী

নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। বর্তমানে তাকে তেমন পর্দায় দেখা না গেলেও সামাজিক মাধ্যমে বেশ সরব তিনি। বিভিন্ন ইস্যুতে নিজের মতামত তুলে ধরেন এই নায়ক। তার সামাজিক মাধ্যমের কর্মকাণ্ড বিভিন্ন সময় বিতর্কের জন্ম দিলেও সেসব গায়ে মাখেন না তিনি। বরং বারবারই জলে ওঠেন আপন শক্তিতে।

রোববার (১৯ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন ওমর সানী। তার ক্যাপশনে তিনি লেখেন, ‘টাকার লোভ ভাইরাল হওয়ার লোভ, সবকিছু নিয়ে সিনেমা ভাবা। শুধু শুধু পাকনামি করা এগুলো ছাড়তে হবে। পরিবার হচ্ছে আসল, এর চেয়ে আর কোনো শান্তি নেই।’

ইতোমধ্যে পোস্টটিতে নানা মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘খোঁচা মেরে কথা বলেন কেন!’ আরেকজন লিখেছেন, ‘একদম ঠিক পরিবার ছাড়া বিপদে কেউ পাশে থাকে না।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘নিজের চরকায় তেল দিন। হাতে কাজ নেইতো, এই জন্য ফালতুসব চিন্তা ভাবনা আপনার।’

আরেক মন্তব্যকারী লিখেছেন, ‘অহংকারী মানুষের পতন অনিবার্য, যুগে যুগে তাই দেখছি।’ যদিও ওমর সানী ওই পোস্টটি খোঁচা মেরেই করেছেন বলে মনে করছেন একাংশ। তবে কার উদ্দেশ্যে কেন এই পোস্ট করেছেন তা জানাননি এই অভিনেতা।

এনবিএস/ওডে/সি