এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২১ মার্চ, ২০২৩, ০৬:০৩ পিএম
শাকিব বলছেন ‘ভুয়া’, কিন্তু সমিতির তালিকায় আছেন সেই প্রযোজক
নিজেকে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক দাবি করে অভিনেতা শাকিব খানের বিরুদ্ধে এক নারী সহ-প্রযোজককে ধর্ষণের অভিযোগ তুলেছেন রহমত উল্লাহ নামের অস্ট্রেলিয়া প্রবাসি এক ব্যক্তি। এর কয়েকদিন পর শাকিব খান তাকে ‘ভুয়া’ আখ্যায়িত করে বলেন, ‘এই বাটপার-প্রতারক রহমত উল্লাহ শুধু আমার সঙ্গে প্রতারণা করেনি, এই দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। আমার মনে হয়, তার পেছনে অনেক লোক জড়িত। না হলে এই রহমত উল্লাহর মতো এমন ভুয়া প্রযোজক নামধারী বাটপার, ভুয়া প্রযোজক সেজে আমার নামে বিচার চেয়েছে।’
শাকিব খান ডিবি কার্যালয়, গুলশান থানা এবং বিভিন্ন গণমাধ্যমে রহমত উল্লাহকে ভুয়া প্রযোজক দাবি করলেও প্রযোজক সমিতির নেতা খোরশেদ আলম খসরু বলছেন ভিন্ন কথা। গণমাধ্যমে তিনি বলেন, ‘শাকিব যে কথা বলেছেন, এটা ঠিক না। তিনি বলেছেন এই প্রযোজক ভুয়া, কিন্তু রহমত আমাদের সমিতির একজন সদস্য। ২০১৭ সাল থেকে তিনি নিয়মিত চাঁদা দিয়ে আসছেন।’
এছাড়া খোঁজ নিয়ে জানা গেছে, রহমত উল্লাহ ২০১৭ সাল থেকে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির একজন সদস্য। সমিতিতে তার নামের পাশে ‘বিদেশ বাংলা মাল্টিমিডিয়া’র প্রতিষ্ঠাতা উল্লেখ করা আছে। আর শুরু থেকেই তিনি সমিতির নিয়মিত চাঁদাও পরিশোধ করে আসছেন। শুধু তাই না, শাকিব খানের সঙ্গে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিং ও মহরতেও দেখা গেছে এই প্রযোজককে।
প্রযোজনা প্রতিষ্ঠান ভারটেক্স মিডিয়ার সঙ্গে রহমত উল্লাহর প্রযোজনা প্রতিষ্ঠান ‘সিনেফ্যাক্ট’ যুক্ত হয়ে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমাটি নির্মাণের নামে। এই প্রতিষ্ঠানে রহমত ছাড়াও যুক্ত আছেন মাহির আবেদীন এবং অ্যানি সাবরিন।
এনবিএস/ওডে/সি