ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

ইয়েমেন-সৌদি জোটের বন্দি বিনিময় চুক্তিকে স্বাগত জানালো জাতিসংঘ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২২ মার্চ, ২০২৩, ০৮:০৩ পিএম

ইয়েমেন-সৌদি জোটের বন্দি বিনিময় চুক্তিকে স্বাগত জানালো জাতিসংঘ

ইয়েমেন-সৌদি জোটের বন্দি বিনিময় চুক্তিকে স্বাগত জানালো জাতিসংঘ

সানা ও সৌদি জোটের মধ্যে বন্দি-বিনিময় চুক্তিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। সোমবার রাতে ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ওই চুক্তিকে স্বাগত জানান।

বার্তা সংস্থা ইরনা জানায়, জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গ বলেছেন: ইয়েমেনে বিবদমান পক্ষগুলো গত সোমবার সুইজারল্যান্ডে তাদের ১০ দিনের বৈঠক শেষ করেছে। বৈঠকে উভয় পক্ষেই ৮৮৭ যুদ্ধবন্দির মুক্তির সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। আগামি মে মাসে আরও বেশি যুদ্ধবন্দির মুক্তির বিষয়ে বৈঠক হবে বলে জানান গ্রুন্ডবার্গ। তিনি আশা প্রকাশ করেন যে ইয়েমেনিদের আটক প্রিয়জনদের অপেক্ষার প্রহর গোণার দিন দ্রুতই শেষ হবে।

ইয়েমেনের ন্যাশনাল স্যালভেশন সরকারের বন্দি বিষয়ক কমিটির প্রধান আবদুল কাদির আল-মুর্তজা বন্দি বিনিময় চুক্তির সত্যতা স্বীকার করেছেন। সোমবার রাতে তিনি ঘোষণা করেছেন: সৌদি জোটের ১৮১ জন বন্দির বিনিময়ে ইয়েমেনের ৭০৬ জন বন্দির মুক্তির বিষয়ে তারা সম্মত হয়েছে।
খবর পার্সটুডে/এনবিএস/২০২৩/একে