ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

ছেলেকে মেরেছেন কেন? শিক্ষককে রাস্তায় নিয়ে গিয়ে পেটাল অভিভাবকরা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২২ মার্চ, ২০২৩, ০৯:০৩ পিএম

ছেলেকে মেরেছেন কেন? শিক্ষককে রাস্তায় নিয়ে গিয়ে পেটাল অভিভাবকরা

ছেলেকে মেরেছেন কেন? শিক্ষককে রাস্তায় নিয়ে গিয়ে পেটাল অভিভাবকরা

 সন্তানকে শাস্তি দিতে মারধরের অভিযোগ ছিল স্কুল শিক্ষকের বিরুদ্ধে। তার বদলা নিতে স্কুলে ঢুকে এসে ওই শিক্ষককে পেটালেন ওই শিশুটির বাবা মা। তামিলনাড়ুর (Tamil Nadu) একটি সরকারি স্কুলের এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। আপাতত গ্রেপ্তার করা হয়েছে শিশুটির বাবা-মাকে। ক্লাসের মধ্যে শিশুটিকে আদৌ মারধর করা হয়েছিল কিনা, তার কোনও প্রমাণ মেলেনি।

ঠিক কী ঘটেছিল? জানা যায়, সাত বছর বয়সি এক দ্বিতীয় শ্রেণির পড়ুয়াকে মারধর করার অভিযোগ ওঠে আর ভরত নামে এক শিক্ষকের বিরুদ্ধে। যদিও মারধর করার প্রমাণ মেলেনি। কিন্তু অভিযোগ ওঠার পরেই তুতিকোরিনের (Tutikorin) ওই স্কুলে চড়াও হন দ্বিতীয় শ্রেণির পড়ুয়ার বাবা মা।

ভিডিওতে দেখা যাচ্ছে, ক্লাস চলাকালীনই শিক্ষকের দিকে তেড়ে যাচ্ছেন ওই দম্পতি। পড়ুয়াদের সামনেই শিক্ষক ভরতকে হুমকি দিয়ে শিশুটির মা সেলভি বলেন, “পড়ুয়াদের মারধর করাটা বেআইনি। আমার সন্তানকে মারার অধিকার আপনাকে কে দিয়েছে? চটি খুলে পেটানো উচিত আপনাকে।”

এরপরেই ভরতকে লক্ষ্য করে ইঁট ছোঁড়েন ওই পড়ুয়ার বাবা শিবলিঙ্গম। ক্লাসের মধ্যেই কার্যত শিক্ষককে তাড়া করতে শুরু করেন ওই দম্পতি। রাস্তা পর্যন্ত ধাওয়া করা হয় ওই শিক্ষককে। পুলিশকে খবর দেওয়ার পরে দম্পতিকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় এস পি জানিয়েছেন, “সরকারি কর্মীর কাজে বাধা দেওয়া, হেনস্তা-সহ একাধিক ধারায় মামলা জারি হয়েছে ওই দম্পতির বিরুদ্ধে। তদন্ত শুরু করেছে পুলিশ।”
খবর পার্সটুডে/এনবিএস/২০২৩/একে