ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

আফগান জনগণের জন্য মন কাঁদলে জব্দ অর্থ ফেরত দিন: তালিবান


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১২ মে, ২০২২, ০৫:০৫ পিএম

আফগান জনগণের জন্য মন কাঁদলে জব্দ অর্থ ফেরত দিন: তালিবান

আফগান জনগণের জন্য মন কাঁদলে জব্দ অর্থ ফেরত দিন: তালিবান

সম্প্রতি নারীদের পোশাক সম্পর্কে নয়া বিধিমালা ঘোষণা করেছে তালিবান প্রশাসন। এ সম্পর্কে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে বলেন, তালিবান যদি আফগানিস্তানের নারীদের ওপর বলপ্রয়োগ করত চায় তাহলে ওয়াশিংটন তালেবান প্রশাসনের ওপর চাপ প্রয়োগের হাতিয়ারগুলো ব্যবহার করবে। 

এর প্রতিক্রিয়ায় হিজাব সম্পর্কে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে আফগানিস্তানের তালিবান প্রশাসন। তালিবান সরকারের উপ মুখপাত্র আনামুল্লাহ সামানগানি বলেছেন, হিজাব আফগান জনগণের অভ্যন্তরীণ, ধর্মীয় ও মতাদর্শগত বিষয়। এটি নিয়ে বাইরের কারো বক্তব্য দেয়ার প্রয়োজন নেই এবং এটি সম্পূর্ণ এদেশের অভ্যন্তরীণ বিষয়।

তালিবান উপ মুখপাত্র বলেন, এসব বক্তব্য না দিয়ে আমেরিকার উচিত তার হাতে জব্দ আফগান জনগণের অর্থ ফেরত দেয়া। তিনি বলেন, আফগান জনগণের জন্য যদি আমেরিকার মন সত্যিই কেঁদে থাকে তাহলে তাদের অর্থ যেন আমেরিকা ফেরত দেয়। কারণ, ওই অর্থের অভাবে আফগান জনগণের জীবন বিপদের মুখে পড়েছ হিজাবের কারণে নয়।