ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

সিসিইউতে ঊর্মিলা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৩ মার্চ, ২০২৩, ০১:০৩ পিএম

সিসিইউতে ঊর্মিলা

 সিসিইউতে ঊর্মিলা

 ছোটপর্দার আলোচিত অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর হৃদরোগে আক্রান্ত হয়ে ইউনিভার্সাল মেডিক্যাল হাসপাতালের সিসিইউতে ভর্তি হয়েছেন। জানা যায়, মঙ্গলবার (২১ মার্চ) রাত থেকে অসুস্থতাবোধ করছিলেন এই অভিনেত্রী। বুধবার সকালে বেশি অসুস্থ পড়লে দ্রুত হাসাপাতালে ভর্তি হয়েছেন। সেখানে সিসিইউতে নিবিড় পর্যক্ষণে রয়েছেন তিনি।

এ প্রসঙ্গে ঊর্মিলা বলেন, ডাক্তার বলেছেন আমার হার্টে বেশ কিছু জটিলতা রয়েছে। আমি কথা বলতে পারছি না। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেনো দ্রুত সুস্থ হয়ে সবার মাঝে ফিরতে পারি।

ঊর্মিলা শ্রাবন্তী কর ২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে পা রাখেন। এরপর থেকে নিয়মিত অভিনয় করছেন তিনি। পেয়েছেন জনপ্রিয়তাও। বর্তমানে এই অভিনেত্রী অভিনয় শিল্পী সংঘের আইন ও কল্যাণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

এনবিএস/ওডে/সি