ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

প্রেমের গুঞ্জনের মধ্যেই ‘চরিত্রবান স্বামী’ চাইলেন অহনা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৩ মার্চ, ২০২৩, ০১:০৩ পিএম

প্রেমের গুঞ্জনের মধ্যেই ‘চরিত্রবান স্বামী’ চাইলেন অহনা

 প্রেমের গুঞ্জনের মধ্যেই ‘চরিত্রবান স্বামী’ চাইলেন অহনা

 মিডিয়া পাড়ায় কান পাতলেই শোনা যায় ছোট পর্দার অভিনেত্রী অহনা রহমানের প্রেমের গুঞ্জন। অভিনেতা শামীম হাসান সরকারের সঙ্গেই নাকি প্রেম করছেন তিনি। গোপনে বিয়ে করার কথাও শোনা যায়। তবে এর পক্ষে সঠিক কোনো যুক্তি কেউ দেখায়নি। এর মধ্যেই সামনে এলো ‘চরিত্রবান স্বামী চাই’ প্রসঙ্গ।

বর্তমান সময়ে বেশ কিছু নাটকে একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন শামীম-অহনা। এ থেকেই মূলত গুঞ্জনের ডাল-পালা ছড়িয়েছে। তবে সেসব পাত্তা না দিয়ে একের পর এক নাটকে অভিনয়ে ব্যস্ত রয়েছেন জনপ্রিয় এই জুটি।

তারই ধারাবাহিকতায় এবার ‘চরিত্রবান স্বামী চাই’ নামের একটি নাটকে অভিনয় করেছেন এই দুই তারকা। এর গল্পে মূলত অহনা একজন চরিত্রবান স্বামী চেয়েছেন।

জানা গেছে, আসন্ন ঈদ উপলক্ষ্যে নির্মিত এই নাটকটি পরিচালনা করেছেন অমিত হাসান। গোল্লাছুট প্রোডাকশনের ব্যানারে মহিন খানের রচনায় এটি প্রযোজনা করেন শাহীন কবির টুটুল।

এ বিষয়ে আরো জানা যায়, নাটকটিতে শামীম ও অহনা রহমান ছাড়াও অভিনয় করেছেন ফখরুল মাসুম বাশার, সপ্নীল সাথী, নূর এ কাঞ্চন, সিদ্দিক মাস্টার, মুহিত তমাল, প্রহর সরকার, সানজিদা মিতু প্রমুখ

এনবিএস/ওডে/সি