এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৩ মে, ২০২২, ০২:০৫ পিএম
উত্তর কোরিয়ায় প্রথম করোনায় আক্রান্তের মৃত্যু, আইসোলেশনে লক্ষাধিক
শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানায়, ওমিক্রন ভাইরাস পজিটিভ হওয়ার পর অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে। আরো অনেক মানুষ জ্বরসহ কোভিডের অন্যান্য লক্ষণে ভুগছে।
কেসিএনএ আরো জানায়, দেশটির এক লাখ ৮৭ হাজার মানুষকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। দেশটিতে তিন লাখের বেশি মানুষের জ্বরসহ কোভিডের অন্যান্য লক্ষণ দেখা দিয়েছে। তবে কত জনের কোভিড পজিটিভ হয়েছে সেই বিষয়ে কিছুই জানানো হয়নি।
দেশটির নেতা কিন জং উন স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন। দেশতে কোভিড ছড়িয়ে পরার বিষয়ে সবাইকে সতর্ক করেছেন।
বিশেষজ্ঞরা বলেন, দেশটিতে অনেক আগে থেকেই ওমিক্রন ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার লকডাউন ঘোষণা করা হয়েছে। তবে এই লকডাউনের ঘোষণা আরো আগেই দেওয়ার প্রয়োজন ছিলো।
বিশেষজ্ঞরা আরো বলেন, দেশটিতে টিকাদান কর্মসূচি ও দুর্বল স্বাস্থ্য ব্যবস্থার কারণে দুই কোটি ৫০ লাখ নাগরিক ঝুঁকিপূর্ণ রয়েছে। বিশে^ উত্তর কোরিয়ায় একমাত্র দেশ যেখানে কাউকে কোভিডের টিকা দেওয়া হয়নি। গত বছর আন্তর্জাতিক সম্প্রদায় দেশটিকে অ্যাস্ট্রাজেনেকা ও চীনের তৈরি টিকা সরবরাহ করার প্রস্তাব দিয়েছিলো। কিন্তু উত্তর কোরিয়া সেই প্রস্তাব প্রত্যাখান করেছে।