ঢাকা, বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় গণতন্ত্র সম্মেলনে ১২০ জন বিশ্বনেতাকে আমন্ত্রণ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৪ মার্চ, ২০২৩, ১১:০৩ পিএম

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় গণতন্ত্র সম্মেলনে ১২০ জন বিশ্বনেতাকে আমন্ত্রণ

 যুক্তরাষ্ট্রের দ্বিতীয় গণতন্ত্র সম্মেলনে ১২০ জন বিশ্বনেতাকে আমন্ত্রণ

আমন্ত্রিত এসব নেতাদের মধ্যে ২০২১ সালের সম্মেলনে বাদ পড়ে যাওয়া আট নেতা রয়েছেন বলে জানিয়েছে বাইডেন প্রশাসন।    

বাইডেন প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে এপি জানিয়েছে, এই আট দেশের তালিকায় রয়েছে বসনিয়া ও হার্জেগোভিনা, গাম্বিয়া, হন্ডুরাস, আইভরি কোস্ট, লিশটেনস্টাইন, মৌরতানিয়া, মোজাম্বিক ও তানজানিয়া।

যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট অ্যানটনি ব্লিনকেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনোস্কির অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। এপি  

সম্মেলনটি চলতি মাসের ২৯ থেকে ৩০ তারিখে বুধ ও বৃহষ্পতিবার অনুষ্ঠিত হবে। প্রথম দিনটিতে নেতৃবৃন্দ ভার্চুয়ালি অংশ নিবেন। আর এটির সহযোগী আয়োজক দেশগুলো হল  কোস্টা রিকা, নেদারল্যান্ডস,উত্তর কোরিয়া ও জাম্বিয়া রয়েছে।

২০২১ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত প্রথম সম্মেলনটির পর থেকে বিশ্ব বেশ বড় পরিবর্তন দেখেছে বলে ধারণা বিশ্ব নেতৃবৃন্দের। তবে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে বড় যুদ্ধ হিসেবেই দেখা হচ্ছে। ফলশ্রুতিতে এশিয়ার পূর্বাঞ্চলের দেশগুলো বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আলোচনার মূল কেন্দ্রে ইউক্রেন ইস্যুটি প্রাধান্য পাবে বলে জানিয়েছে হোয়াইট হাউজ কর্তৃপক্ষ।

এর আগে প্রেসিডেন্ট বাইডেন ২০২০ সালে নির্বাচনী প্রচারণার সময় প্রাথমিকভাবে গণতন্ত্র সম্মেলনের ধারণাটি দিয়েছিলেন। যুক্তরাষ্ট্র ও এর সমমনা মৈত্রী দেশগুলো বিশ্বের অন্যান্য দেশকে দেখাতে চায় সমাজের জন্য স্বৈরতন্ত্রের চেয়ে গণতন্ত্রই শ্রেয়। আর এটিই সম্মেলনের মূল লক্ষ্য বলে জানিয়েছে বাইডেন প্রশাসন।

এনবিএস/ওডে/সি