ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

যুক্তরাজ্যের সিভিল সার্ভিসের এক লাখ কর্মী ছাঁটাইয়ের নির্দেশ 


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১৩ মে, ২০২২, ০২:০৫ পিএম

যুক্তরাজ্যের সিভিল সার্ভিসের এক লাখ কর্মী ছাঁটাইয়ের নির্দেশ 

যুক্তরাজ্যের সিভিল সার্ভিসের এক লাখ কর্মী ছাঁটাইয়ের নির্দেশ 

বুধবার মিডল্যান্ডসে জীবনযাত্রার খরচ শীর্ষক মন্ত্রিসভার এক বৈঠকে যুক্তারাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন সিভিল সার্ভিসের ৯০ হাজার কর্মীকে ছাঁটাই করার নির্দেশ দিয়েছেন। পরিশ্রমী পরিবারগুলোর ওপর আর্থিক চাপ কমাতেই এই নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। 

জনসন ডেইলি মেইলকে বলেন, জীবনযাত্রার ব্যয় কমাতে আমাদের সরকারের খরচ কমাতে হবে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মন্ত্রীদের সিভিল সার্ভিসকে মারাত্মকভাবে সঙ্কুচিত করার পরিকল্পনা তৈরি করতে এক মাস সময় দিয়েছেন। জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের কারণে সরকার ক্রমবর্ধমান চাপের মধ্যে পড়ছে। বরিস জনসন বলেন, সিভিল সার্ভিসের কর্মীদের সংখ্যা ২০১৬ সালের সংখ্যায় নিয়ে আসতে হবে। 

২০১৬ সালে ৩ লাখ ৮৪ হাজার বেসামরিক কর্মচারী ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই সর্বনিম্ন সংখ্যা। কিন্তু যুক্তরাজ্য ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পর গত বছরের শেষে কর্মীর সংখ্যা দাঁড়ায় ৪ লাখ ৭৫ হাজারে। 

সিভিল সার্ভিস ইউনিয়নের এফডিএ বলেন, ২০১৬ সালের পর দুইটি কারণে সিভিল সার্ভিসের কর্মী সংখ্যা বাড়ানোর প্রয়োজন ছিলো। এক ব্রেক্সিক ও দুই কোভিড মহামারি নিয়ন্ত্রণ।