এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৩, ০১:০৩ পিএম
বিশ্ব র্যাংকিংয়ের শীর্ষেই রইলেন আলকারাজ
মিয়ামি ওপেনের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ জিতে বিশ্ব টেনিস র্যাংকিংয়ে নিজের শীর্ষস্থান অক্ষূন্ন রাখলেন স্পেনের কার্লোস আলকারাজ। সেইসঙ্গে নিজ ‘আইডল’ সার্বিয়ার নোভাক জকোভিচের শীর্ষস্থানে যাওয়ার পথে বাঁধা হয়েই রইলেন। শুক্রবার ১৯ বছর বয়সী আলকারাজ সরাসরি ৬-০ ও ৬-২ সেটে ফাকুন্দো বাগনিসকে পরাজিত করেন।
জকোভিচ করোনাকালীন সময়ে থেকে এখনো মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমনের বিষয়ে নিষেধাজ্ঞার কবলে রয়েছেন। তিনি করোনাকালীন সময়ে টিকা গ্রহণ করেননি বলে ঐ নিষেধাজ্ঞায় পড়েন। ফলে জকোভিচ এবার মিয়ামি ওপেনে অংশগ্রহণ করতে পারছেন না।
আলকারাজ গত বছর ইউএস ওপেনের ফাইনালে ক্যাসপার রুডকে হারিয়ে বিশ্ব র্যাংকিংয়ে প্রথমবারের মতো এক নম্বরে উঠে আসেন। মিয়ামি ওপেনের তৃতীয় রাউন্ডে উঠে সেই অবস্থান আপাতত মজবুত করে রাখলেন আলকারাজ।
এনবিএস/ওডে/সি