ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

হিন্দু হয়েও ইফতার করলেন মিম


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৫ মার্চ, ২০২৩, ০১:০৩ পিএম

হিন্দু হয়েও ইফতার করলেন মিম

 হিন্দু হয়েও ইফতার করলেন মিম

 সনাতন ধর্মাবলম্বী হয়েও প্রতি বছরের রমজানে পরিবারের সঙ্গে ইফতার করেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। এবারো তার ব্যতিক্রম হলো না। আর ইফতারের মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন এই অভিনেত্রী। যা রিতীমতো নেটিজেনদের প্রশংসা কুড়োচ্ছে।

২৪ মার্চ প্রথম রমজানে পরিবারের সদস্যদের সঙ্গে ইফতার করার ছবিতে তার সঙ্গে দেখা গেছে স্বামী সনি পোদ্দারকেও। সবাই হাসিমুখে ইফতার সাজানো প্লেট সামনে নিয়ে বসে আছেন। এই ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘প্রথম রমজান উষ্ণতা ও শান্তির মধ্যে কেটেছে।’

এ প্রসঙ্গে মিম বলেন, ‘আমার একজন ‘আত্মীয়’র বাসায় ইফতারের দাওয়াত ছিল। বিনোদন অঙ্গনে কাজ শুরুর সময় থেকে তাদের সঙ্গে আমার সম্পর্ক। আমি তাদের মা-বাবা ডাকি। তারাও আমাকে মেয়ের চোখে দেখেন। এটা আমার আরেকটা পরিবার। ইফতার ও সাহ্রিতে তাদের বাসায় দাওয়াত থাকে। এবারও প্রথম রোজায় দাওয়াত দিয়েছেন, আমরাও মিস করতে চাইনি। দারুণ সময় কেটেছে আমাদের।’

রোজায় ইফতার ও সাহ্রি নিয়েও নিজের ভালোলাগার কথা জানালেন মিম। তার কথায়, ‘রোজার সময় ইফতার করাটা আমার বেশ ভালো লাগে। পরিবারের সবার একসঙ্গে বসে ইফতারের এই মুহূর্ত একেবারে অন্য রকম ভালো লাগার। তাছাড়া আমাদের বাসায় কাজে সহযোগিতা করেন যারা, তাদের মধ্যে মুসলিম ধর্মেরও আছে। আমার বাবা সাহ্রির সব আয়োজন করে তারপর ঘুমান। মাঝে মধ্যে আমরাও তাদের সঙ্গে সাহ্রি করি। আমার ভালো লাগে। আমি মনে করি, এ ধরনের ছোট ছোট বিষয় সবাইকে সম্প্রীতির বার্তা দিতে পারে।’

এর কিছু সময় আগে নিজের একটি ছবি পোস্ট করেন তিনি। সেখানে মিম লিখেছেন, ‘সবাইকে রমজান মাসের শুভেচ্ছা।’ তার ইফতারের ছবির মন্তব্যের ঘরে এক নেটিজেন লিখেছেন, ‘এই জন্যই আপনাকে এতো ভালো লাগে।’ আরেকজন লিখেছেন, ‘এটাই আমাদের সম্প্রীতির বাংলাদেশ।’

এনবিএস/ওডে/সি