ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

ইউটিউবারের বিরুদ্ধে স্যান্ডি সাহার মামলা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৬ মার্চ, ২০২৩, ০২:০৩ পিএম

ইউটিউবারের বিরুদ্ধে স্যান্ডি সাহার মামলা

 ইউটিউবারের বিরুদ্ধে স্যান্ডি সাহার মামলা

কলকাতার আলোচিত ইউটিউবার স্যান্ডি সাহার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে! বিষয়টি নিয়ে ইতোমধ্যে আরেক সতীর্থ ইউটিউবার বিষ্ণুপদ নস্করের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন তিনি। ইউটিউবে ওই ব্যক্তির ‘বং ব্রিজ’ নামে একটি চ্যানেল রয়েছে।

স্যান্ডি সাহা জানান, দিন কয়েক আগে তার কাছে সাহায্য চাইতে আসেন বিষ্ণুপদ। স্যান্ডির ৫২ হাজারের ইয়ারপড, সোনার গয়না-সহ নগদ টাকা খোয়া গেছে।

এই প্রসঙ্গে স্যান্ডি বলেন, ‘কাজ শিখতে চেয়ে আমার সঙ্গে যোগাযোগ করেন এই ব্যক্তি। সেই সময় ও চাকরি ছাড়তে চেয়েছিল। অসহায় ভেবে সাহায্য করেছিলাম। আমি ও আমার এক বান্ধবী আমরা একসঙ্গে কাজ করি। ভেবেছিলাম আমাদেরও সুবিধা হবে, ওকে বেতন দিলে ওরও কিছুটা উপকার হবে। ১০-১২ হাজার টাকা বেতন দেওয়ার কথাও হয়। রাজি হয় ছেলেটি।’

চুরির বিষয়ে প্রথম সন্দেহ হয় যখন স্যান্ডির দামি ইয়ারপড হারিয়ে যায়। তার কথায়, ‘আসলে ইয়ারপডটা ট্র্যাক করে দেখি বিষ্ণুর বাড়ির কাছাকাছি জায়গায় রয়েছে। তারপর চেপে ধরতে কবুল করে নেয় চুরির কথা। আসলে বুঝতে পারেনি যে, ইয়ারপড ট্র্যাক করা যায়। এছাড়াও আমার বান্ধবীর বাড়ি থেকে সোনার গয়না, টাকা এবং আরও বেশ কিছু জিনিস চুরি করেছে।’

তবে থানায় অভিযোগ করলেও শিগগির অভিযোগ তুলে নেবেন বলে জানিয়েছেন স্যান্ডি। কারণ, বিষ্ণুপদের বাবা সব টাকা ফিরিয়ে দেবেন বলে কথা দিয়েছেন তাকে। তার কথায়, ‘আমি এখন নিজের টাকা পেয়ে গেলেই নিশ্চিন্ত।’

এনবিএস/ওডে/সি