ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

ঈদে ‘গার্লফ্রেন্ড আবশ্যক’


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৬ মার্চ, ২০২৩, ০২:০৩ পিএম

ঈদে ‘গার্লফ্রেন্ড আবশ্যক’

 ঈদে ‘গার্লফ্রেন্ড আবশ্যক’

 আসন্ন ঈদুল ফিতরের জন্য নির্মাণ করা হয়েছে নাটক ‘গার্লফ্রেন্ড আবশ্যক’। এটি রচনা ও পরিচালনা করেছেন মো. খাদেমুল ইসলাম ক্যাপ্টেন। ইতোমধ্যে রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং শেষ হয়েছে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরিয়ান খান হানিফ, রেজমিন সেতু, শিখা মৌ, ফারগানা মিল্টন, টুম্পা, মেধা, জেমস, রাসেদুল, উসমান অভি প্রমুখ।

মা-বাবার একমাত্র সন্তান আরিয়ান খান, তার জীবনের সমসাময়িক গল্প নিয়ে নির্মিত হয় নাটকটি। নাটকের গল্পে দেখা যাবে, শিখা মৌ তার একমাত্র সন্তান আরিয়ান খানকে চঞ্চল ও চটপটে বানানোর জন্য তার ছোট ভাই ফারগানা মিল্টনকে দায়িত্ব দেন। ফারগানা মিল্টন (রকি মামা) তার বোকা ভাগিনা আরিয়ানকে চালাক ও চটপটে বানাতে শিক্ষকের ভূমিকা পালন করেন। বোকা ছেলের বোকা বোকা কাণ্ডে হাসি ও মজায় রূপান্তরিত হয় পুরো নাটকটি।

নির্মাতা ক্যাপ্টেন বলেন, ‘পেশায় আমি একজন সংগীতশিল্পী হয়ে থাকলেও গানের পাশাপাশি গল্প লিখতে পছন্দ করি। সে উৎসাহ থেকেই প্রথমবারের মতো নির্দেশনায় আসা। ইউনিটের সবার নিখুঁত পরিশ্রমে সফলভাবেই শুটিং সম্পন্ন করতে পেরেছি। আশা করছি, সকলের কাছেই ভীষণ ভালো লাগবে নাটকটি।

এনবিএস/ওডে/সি