এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৩, ০৪:০৩ পিএম
মিয়ামি ওপেন থেকে একাধিক তারকার বিদায়
ব্রিটেনের শীর্ষ দুই খেলোয়াড় সহ মিয়ামি ওপেন টেনিস টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন একাধিক বাছাই তারকা পুরুষ ও মহিলা খেলোয়াড়।
বিশ্বের বারো নম্বর ও ব্রিটেনের এক নম্বর খেলোয়াড় ক্যামেরুন নরি সরাসরি ৩-৬ ও ২-৬ সেটে হেরে যান ৬৫ নম্বর খেলোয়াড় ফ্রান্সের গ্রিগরি বারের কাছে।
আর ব্রিটেনের দ্বিতীয় সেরা খেলোয়াড় ড্যান ইভান্স প্রথম রাউন্ডে বাই পান, কিন্তু দ্বিতীয় রাউন্ড অতিক্রম করতে পারেননি। ইতালির লরেঞ্জো সনেগোর কাছে ৪-৬, ৬-৩ ও ২-৬ সেটে হেরে যান ইভান্স। যা ছিল ২৩তম বাছাই খেলোয়াড় ইভান্সের গত চার ম্যাচে প্রথম হার।
মহিলা এককে ষষ্ঠ বাছাই খেলোয়াড় স্বাগতিক যুক্তরাষ্ট্রের কোকো গফের বিদায় ছিল সবচেয়ে উল্লেখ করার মতো। রাশিয়ার অ্যানাস্থাসিয়া পোতাকোভা ৬-৭, ৭-৫ ও ৬-২ সেটে গফকে হারিয়ে চমক দেখান।
এছাড়া, আরো যে সব পুরুষ তারকা খেলোয়াড় দ্বিতীয় রাউন্ডের বাঁধা অতিক্রম করতে পারেন নি তারা হলেন; ১৫তম বাছাই অস্ট্রেলিয়ার ডি মিনার, ১৯তম বাছাই ইতালির মাত্তে বেরেত্তিনি, ইতালির লরেঞ্জো মুসেত্তি ও ১৭তম বাছাই ক্রোয়েশিয়ার বর্না করিক।
মহিলা এককে আরো যেসব তারকা খেলোয়াড় বিদায় নিয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন ১৪তম বাছাই বেলারুশের ভিক্টোরিয়া আজারেংকা।
এনবিএস/ওডে/সি