ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

হলান্ড আরো উন্নতি করবে: ডর্টমুন্ড কোচ রোস


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১৩ মে, ২০২২, ০২:০৫ পিএম

হলান্ড আরো উন্নতি করবে: ডর্টমুন্ড কোচ রোস

হলান্ড আরো উন্নতি করবে: ডর্টমুন্ড কোচ রোস

সম্প্রতি সময়ে ক্লাব ফুটবলের ট্রান্সফার বাজারে আলোচনার শীর্ষ স্থানে থাকা আর্লিং হলান্ডকে প্রায় ৭৫ মিলিয়ন ইউরো ব্যয় করে জার্মান ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ড থেকে দলে নিয়ে এসেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। ডর্টমুন্ড ছেড়ে চলে যাবার শেষ সময়েও হলান্ডের জন্য শুভ কামনা জানিয়েছেন ডর্টমুন্ডের কোচ মার্কো রোস।

হলান্ডের বিদায় প্রসঙ্গে রোস বলেন, আর্লিং আমাদের ছেড়ে চলে যাওয়ার পর আমরা ফুটবল খেলা বন্ধ করে দেব না। সে সিটির সঙ্গে তার পরবর্তী পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং আমরা তাকে শুভকামনা জানাই। সে আমাদের গোল ও উদ্দীপনা দিয়েছে। সে এমন একজন খেলোয়াড় যে সবসময় জিততে চায়। আমি মনে করি সে আরও উন্নতি করতে পারে।