ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

২০২৪ সালের নির্বাচন হবে চূড়ান্ত লড়াই: ট্রাম্প


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৬ মার্চ, ২০২৩, ১০:০৩ পিএম

২০২৪ সালের নির্বাচন হবে চূড়ান্ত লড়াই: ট্রাম্প

২০২৪ সালের নির্বাচন হবে চূড়ান্ত লড়াই: ট্রাম্প

মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম জনসভায় অংশ নিয়েছেন। এতে তিনি বলেছেন, আগামী নির্বাচন হবে চূড়ান্ত লড়াই এবং তার বিরুদ্ধে যত অভিযোগ আছে তিনি তা কাটিয়ে উঠবেন।

গতকাল (শনিবার) টেক্সাসের ওয়াকা সিটিতে এ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ১৫ হাজারের বেশি ট্রাম্প সমর্থক জড়ো হন।
নির্বাচনী জনসভায় বক্তৃতা করার সময় ট্রাম্প ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক সরকারের কঠোর সমালোচনা করেন এবং ২০২১ সালের ৬ জানুয়ারির দাঙ্গায় যে সমস্ত ব্যক্তি সাজাপ্রাপ্ত হয়েছেন তাদের প্রশংসা করেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, “২০২৪ সালের নির্বাচন হচ্ছে চূড়ান্ত লড়াই, এ সময় একটা বড় কিছু হতে যাচ্ছে। আপনারা আমাকে হোয়াইট হাউজ থেকে দূরে রেখেছেন কিন্তু এর অবসান ঘটানো হবে।” আমেরিকা এবং এর জনগণ আবারো স্বাধীন হবে বলে মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প।
খবর পার্সটুডে /এনবিএস/২০২৩/একে