এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৩ মে, ২০২২, ০২:০৫ পিএম
ভিনিসিউসের হ্যাটট্রিকে লা-লিগায় বিয়ালের বড় জয়
লা-লিগায় ঘরের মাঠ সন্তিয়াগো বার্নাব্যুতে লেভান্তের বিপক্ষে ৬-০ গোলের বড় ব্যবধানে জিতেছে টেবিল টপার রিয়াল মাদ্রিদ। প্রিমিয়ার লিগে এর আগের খেলায় অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে বিশ্রাম দেওয়া করিম বেনজেমা, লুকা মদ্রিচ ও ভিনিসিউসকে লেভান্তের বিপক্ষে শুরু একাদশে নিয়ে আসেন মাদ্রিদ বস আনচেলত্তি।
ঘরের মাঠে খেলার শুরুতেই প্রতিপক্ষের উপর আক্রমনে বাড়তি মনোযোগ দেয় রিয়াল। খেলার দ্বিতীয় মিনিটেই ডি-বক্সের বাহির থেকে বেনজামার দুরপাল্লার শট দারুণভাবে ফিরিয়ে স্বাগতিকদের লিড বঞ্চিত করেন লেভান্তে গোলরক্ষক ড্যানি। মিনিট দশেক পরেই রিয়ালকে লিড এনে দেন ফেরল্যান্ড মেন্ডি। পরে একে একে বেনজেমা, রদ্রিগো ও ভিনিসিউসের গোলে প্রথমার্ধেই ৪-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল।
দ্বিতীয়ার্ধে ৬৮ ও ৮৩ মিনিটে ভিনিসিউস আরো দুই গোল করে নিজের হ্যাটট্রিক করার পাশাপাশি দলকে ম্যাচ জেতান ৬-০ গোলে।