এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৩, ১০:০৩ পিএম
রাহুল গান্ধী কারো কাছে মাথা নত করেন না, কাউকে ভয় পান না: খাড়গে
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সম্পর্কে কেন্দ্রীয় বিজেপি সরকারকে নিশানা করে বলেছেন রাহুল গান্ধী কারো কাছে মাথা নত করেন না, কাউকে ভয় পান না।
তিনি আজ (রোববার) ওই মন্তব্য করেন। রাহুল গান্ধীর এমপি পদ খারিজের প্রতিবাদে আজ কংগ্রেস নেতারা দিল্লিতে গান্ধীজির সমাধিস্থলে সত্যাগ্রহ অবস্থান করতে চেয়েছিলেন। কিন্তু সেখানে অনুমতি না পাওয়ায় রাজঘাট সংলগ্ন সার্ভিস রোডে সত্যাগ্রহ অবস্থান করছেন কংগ্রেস নেতারা।
রাহুল গান্ধীর এমপি পদ বাতিল করা প্রসঙ্গে আজ কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে এমপি বলেন, ‘ভারত জোড়ো পদযাত্রা’র কারণে এ সব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।’ তিনি বলেন, ‘বাকস্বাধীনতা রক্ষায় আমরা লড়াই করতে থাকব। রাহুল গান্ধী সারা দেশের হয়ে লড়ছেন। তরুণদের জন্য, মহিলাদের জন্য লড়ছেন। কর্ণাটকের কোলারে যা হয়েছে তা ছিল নির্বাচনী বক্তব্য, কাউকে আঘাত করার কোনো উদ্দেশ্য ছিল না।’
তিনি আরও বলেন, ‘কেউ যদি আমাদের ভয় দেখানোর চেষ্টা করে, সত্য কথা বলতে বাধা দেয়, তাহলে আমরা দেশ, গণতন্ত্র ও বাকস্বাধীনতা রক্ষার লড়াই চালিয়ে যাব। রাহুল গান্ধী এদেশের মানুষের জন্য লড়ছেন কিন্তু রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা হয়েছে।’
কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী আজ সত্যাগ্রহ অবস্থান কর্মসূচিতে শামিল হয়ে বলেন, ‘আমার শহীদ বাবাকে (রাজীব গান্ধী) সংসদে অপমান করা হয়েছে। শহীদের ছেলেকে (রাহুল গান্ধী) অপমান করা হয়, তাকে মীরজাফর বলা হয়। আমার মাকে অপমান করা হয়েছে। আপনাদের মন্ত্রী বলেন এদের বাবা কে? আপনাদের প্রধানমন্ত্রী গান্ধী পরিবারকে বলছেন কেন তারা নেহরু পদবি ব্যবহার করেন না? আপনাদের বিরুদ্ধে তো কোন মামলা দায়ের করা হয় না! আপনাদের সদস্যপদ বাতিল করা হয় না।’
গত (শুক্রবার) কংগ্রেস নেতা রাহুল গান্ধীর এমপি পদ বাতিল করা হয়েছে। ‘মোদী’পদবি উল্লেখ করে আপত্তিকর মন্তব্যের দায়ে গত (বৃহস্পতিবার) গুজরাটের সুরাট জেলা আদালত রাহুল গান্ধীকে ২ বছরের জন্য কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল। মামলার শুনানি চলাকালে আদালত থেকে তিনি জামিন এবং ৩০ দিনের মধ্যে উচ্চতর আদালতে আপিল করার অনুমতি পেয়েছিলেন। কিন্তু সাজা ঘোষণার ভিত্তিতে ভারতীয় ভারতীয় সংবিধানের বিভিন্ন ধারা অনুযায়ী রাহুলের সাংসদ পদ খারিজ করেছেন সংসদের নিম্নকক্ষ লোকসভার স্পিকার ওম বিড়লা। এ নিয়ে দেশজুড়ে রাজনৈতিক মহলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে কর্ণাটকে প্রচারে গিয়ে রাহুল গান্ধী প্রশ্ন তুলেছিলেন, ‘সব চোরেদের পদবি ‘মোদী’ হয় কেন?’ আইপিএল দুর্নীতিতে অভিযুক্ত ললিত মোদী, ব্যাঙ্ক-ঋণ মামলায় ‘পলাতক’ নীরব মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তুলনা টেনেছিলেন তিনি। ওই ঘটনায় রাহুলের বিরুদ্ধে ‘পদবি অবমাননার’ অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ এবং ৫০০ ধারায় অপরাধমূলক মানহানির মামলা করেছিলেন গুজরাটে বিজেপি নেতা পূর্ণেশ মোদী। সেই মামলাতেই দোষী সাব্যস্ত হয়ে সাজার মুখে পড়েন এবং এর জেরে এমপি পদ হারিয়েছেন রাহুল গান্ধী।
খবর পার্সটুডে /এনবিএস/২০২৩/একে