ঢাকা, বুধবার, জানুয়ারী ২২, ২০২৫ | ৯ মাঘ ১৪৩১
Logo
logo

মার্কিন মুলুকে ফের খলিস্তানি তাণ্ডব, এবার ভারতীয় সাংবাদিককে মারধর


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৬ মার্চ, ২০২৩, ১০:০৩ পিএম

মার্কিন মুলুকে ফের খলিস্তানি তাণ্ডব, এবার ভারতীয় সাংবাদিককে মারধর

মার্কিন মুলুকে ফের খলিস্তানি তাণ্ডব, এবার ভারতীয় সাংবাদিককে মারধর

: বিশ্বের বিভিন্ন প্রান্তে খলিস্তানি (Khalistan) তাণ্ডব চলছেই। এবার আমেরিকায় খলিস্তানপন্থীদের হাতে প্রহৃত ভারতীয় সাংবাদিক। শুধুমাত্র মৌখিকভাবে হেনস্তা নয়, তাঁকে মারধরের অভিযোগও উঠেছে। শেষপর্যন্ত প্রাণ বাঁচাতে ৯১১-তে ফোন করেন তিনি। মার্কিন সিক্রেট সার্ভিসের আধিকারিকরা এসে ওই সাংবাদিককে নিরাপত্তা দেন।

জানা গিয়েছে, শনিবার ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের বাইরে খলিস্তানপন্থীদের বিক্ষোভ মিছিল চলছিল। সেই মিছিলের খবর করতে হাজির হয়েছিলেন ভারতীয় সাংবাদিক ললিত ঝাঁ। অভিযোগ, প্রথমে মৌখিকভাবে তাঁকে হেনস্তা করেন বিক্ষোভকারীরা। পরে লাঠি দিয়ে তাঁর বাম কানে আঘাত করা হয়। ললিত এতটাই ভয় পেয়ে গিয়েছিলেন যে আমেরিকার জরুরি নম্বর ৯১১-তে ফোন করে সাহায্য চান। পরে আমেরিকার সিক্রেট সার্ভিসের আধিকারিকরা তাঁকে সাহায্য় করে। রবিবার সোশ্যাল মিডিয়ায় সিক্রেট সার্ভিসকে ধন্যবাদ জানিয়েছেন। তবে হামলাকারীদের বিরুদ্ধে এখনই কোনও ব্যবস্থা নিচ্ছেন না ওই সাংবাদিক।


সোশ্যাল মিডিয়া ও সংবাদ সংস্থা এএনআইকে ললিত ঝাঁ জানিয়েছেন, সিক্রেট সার্ভিসের সদস্যরা না এলে এতক্ষণে হয়তো আমাকে হাসপাতালে থাকতে হত। যদিও তাঁর দাবি, সিক্রেট সার্ভিসের সদস্যদের সামনেই খলিস্তানি পতাকা উত্তোলন করেছিল তারা। এমনকী. ভারতীয় দূতাবাসে তাণ্ডব চালানোর হুঁশিয়ারিও দিয়েছিল। উল্লেখঅয়, পাঞ্জাবের খলিস্তানপন্থী নেতা অমৃতপাল সিংকে গ্রেপ্তারির প্রতিবাদে বিশ্বের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ, প্রতিবাদ চলছে। ভারতীয় দূতাবাসে তাণ্ডব চালাচ্ছেন খলিস্তানের সমর্থকরা। এবার তাঁদের হাতে হেনস্তার শিকার হলেন ভারতীয় সাংবাদিক।
সংবাদ প্রতিদিন /এনবিএস/২০২৩/একে