ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

‘তোমার ভয়টাই সত্যি হল’, আকাঙ্খার মৃত্যুতে কাজল


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৭ মার্চ, ২০২৩, ০৭:০৩ পিএম

‘তোমার ভয়টাই সত্যি হল’, আকাঙ্খার মৃত্যুতে কাজল

 ‘তোমার ভয়টাই সত্যি হল’, আকাঙ্খার মৃত্যুতে কাজল


২৬ মার্চ (রোববার) ভারতের উত্তরপ্রদেশের বারাণসীর সারনাথের কাছে একটি হোটেল থেকে উদ্ধার করা হয় ভোজপুরী অভিনেত্রী আকাঙ্খা দুবের ঝুলন্ত মরদেহ। সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এটি আত্মহত্যা নাকি হত্যাকান্ড তা তদন্ত করছে পুলিশ। তার এমন মৃত্যুতে সামাজিক মাধ্যমে রহস্যজনক পোস্ট দিয়েছেন আরেক অভিনেত্রী কাজল রাঘবানী। ইনস্টাগ্রামে প্রয়াত অভিনেত্রীর একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘তোমার ভয়টাই সত্যি হল’।
আকাঙ্খা দুবেকে শ্রদ্ধা জানিয়ে ইনস্টাগ্রামে করা সেই পোস্টে কাজল লেখেন, ‘তোমার সাহসীকতা দিয়েই ভয়কে জয় করেছ। দ্বিতীয়বার শুটে যাওয়ার আগে তোমার অনুভূতিটা সবার সঙ্গে শেয়ার করতে পারতে। যে বিষয়টা নিয়ে তুমি চিন্তিত ছিলে, ভয় পাচ্ছিলে সেটা এখন হয়ত আর নাও ঘটতে পারে। তাই এখন তুমি যেখানে আছ সেখান থেকেই তোমার স্বপ্ন পূরণ কর। এখানে থেকে তুমি যে সুখটা পাওনি সেটা এবার পাবে। আমি বিশ্বাস করি না তুমি আত্মঘাতী হয়েছ।’

তিনি আরও লেখেন, ‘বাকিটা তো ভগবানের হাতে। আজ নয়তো কাল ভগবান তোমার সঙ্গে ন্যায় বিচার করবেই। সত্যিকারের ভালোবাসার মূল্য কখনও জীবন দিয়ে বা অন্য কারও জীবন নিয়ে দেয়া যায় না।’

কাজলের এই পোস্টকে কেন্দ্র করে দানা বাঁধছে রহস্য। তার এই পোস্ট দেখে অনেকেই মনে করছেন প্রেমঘটিত কোনো কারণেই নিজেকে শেষ করে দিয়েছেন আকাঙ্খা। আবার অনেকের ধারণা, কোনো আপত্তিকর ভিডিও শুটই তার আত্মহত্যার কারণ। তাছাড়া, মৃত্যুর আগে ইনস্টাগ্রামে কান্নার ভিডিও পোস্ট করেছিলেন তিনি।

গত ১৪ ফেব্রুয়ারি ভোজপুরী গায়ক সমর সিংয়ের সঙ্গে ছবি পোস্ট করে প্রেমের সম্পর্কের কথা জানিয়েছিলেন আকাঙ্খা। ওই পোস্টে তিনি লিখেছিলেন, ‘হ্যাপি ভ্যালেটাইনস ডে’। যদিও সমর কখনও সেই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি।

এনবিএস/ওডে/সি